Raima Sen: ‘এ নিয়ে কথা বলা বারণ’, জন্মদিনের ঠিক আগে রাইমার এমন ‘গোপনীয়তা’র কারণ কী?

Raima Sen Birthday Plan: কলকাতায় একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজে এসেছিলেন। শেষও করেছেন সেই শুটের কাজ। সিরিজের নাম 'কলঙ্ক'। সাহানা দত্তর ‘কলঙ্ক’ সিরিজ। সকলেই জানেন এই সিরিজের ঘোষণা হয়েছিল ‘হইচই’-এর পার্টিতে পোষ্টার লঞ্চের মাধ্যমে।

Raima Sen: ‘এ নিয়ে কথা বলা বারণ’, জন্মদিনের ঠিক আগে রাইমার এমন ‘গোপনীয়তা’র কারণ কী?
রাইমা সেন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 3:37 PM

রাইমা সেন এই নামটা শুনলেই দর্শকদের মনের মধ্যে একটা ‘সেন’সেশন তৈরি হয়। তিন প্রজন্মের ছবি ভেসে ওঠে চোখের সামনে; সুচিত্রা সেন, মুনমুন সেন আর সবশেষে রাইমা ও রিয়া সেন। রাইমা সেনের কথা উঠছে, তার কারণ রাত পোহালেই রাইমার জন্মদিন। রাইমা ব্যস্ত কলকাতায় তাঁর শিডিউলড শুটিংয়ের কাজ শেষ করা নিয়ে। তার মাঝেই তড়িৎবেগে কথোপকথন TV9 বাংলার সঙ্গে। জন্মদিনের প্ল্যান জানতে চাইলে বললেন, “আমি মুম্বইয়ে থাকব। কোনও ছুটি নেই, শুটিংয়েই থাকব।” কীসের শুটিং জানতে চাইলে বললেন, “একটি হিন্দি ছবির শুটিংয়ে থাকব।” এরপর পেশাদার অভিনেত্রীর ছোট্ট সংযোজন, “তবে এই নিয়ে কথা বলা বারণ।” অনেকটা যেন জটায়ুর সেই বিখ্যাত ডায়লগ: ‘কোনও প্রশ্ন নয়।’ তবে জন্মদিনের দিন শুধুই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সুচিত্রার নাতনি? নায়িকার উত্তর, “পরে ছুটি নিয়ে আনন্দ করব।”

সেই মতোই সোমবার (৬ নভেম্বর) আকাশপথে রওনা দিলেন অভিনেত্রী রাইমা সেন: গন্তব্য মুম্বই। তবে কলকাতায় কীসের শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা? রাইমার সঙ্গে কথা বলে জানা গেল, কলকাতায় একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজে এসেছিলেন। শেষও করেছেন সেই শুটের কাজ। সিরিজের নাম ‘কলঙ্ক’। সাহানা দত্তর ‘কলঙ্ক’ সিরিজ। সকলেই জানেন এই সিরিজের ঘোষণা হয়েছিল ‘হইচই’-এর পার্টিতে পোষ্টার লঞ্চের মাধ্যমে। তবে পোস্টার ছাড়া আর কিছুই জানাতে চাননি ক্রিয়েটর সাহানা।

রাইমা সেন এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাঁর বিপরীতে কাজ করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। রাইমা-ঋত্বিক জুটি সিরিজে যখন, বিশেষ কিছু তো থাকবেই দর্শকের জন্য। তবে এই নিয়েও মুখে কুলুপ সকলের। তবে টলিপাড়ার অন্দরের খবর, রাইমা সেন এই ‘কলঙ্ক’ সিরিজের জন্য মাত্রাতিরিক্ত পরিশ্রম করেছেন। যদিও এই সিরিজে তাঁর লুক বাঙালি গৃহবধূর মতোই। তবে ‘কলঙ্ক’ কোন জ্যঁরের গল্প বলবে, তা নিয়ে বিশেষ কিছু বলতে চাইছেন না প্রযোজকরা। অন্দরের খবর অবশ্য বলছে, ফ্যামিলি ড্রামা। সঙ্গে রয়েছে কিছু ট্যুইস্ট। খুব শীঘ্রই দর্শকদের জন্য তৈরি হয়ে যাবে এই সিরিজ।

রাইমা সেন

রাইমা সেন ‘কলঙ্ক’ সিরিজে যে চরিত্র করছেন, নিশ্চিতভাবেই তাতে বিশেষ কিছু রয়েছে। এখনও র্যন্ত রাইমা অভিনীত সব চরিত্রই বাঙালি দর্শকের মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে রেখেছে। যত দিন এগিয়েছে, নিজের অভিনেতা সত্ত্বাকে নতুন-নতুন চ্যালেঞ্জ দিয়েছেন। বাংলা সিরিজ হোক বা সিনেমা, সব ক্ষেত্রেই লুক অনেকটা এক রেখেই চরিত্রের নানা শেড এনেছেন। ‘হ্যালো’ হোক অথবা ‘রক্তকরবী’, একজন গৃহবধূর চরিত্রে থেকেও দৃষ্টিকোণে বদল এনেছেন। এবার ‘কলঙ্ক’তে তাঁর কি বিশেষত্ব থাকবে, সেটাই দেখার। অন্য দিকে, আবার বলিউডে রাইমাকে নানা ধরনের চরিত্রে দেখা যায়। যেমন ‘ব্ল্যাক উইডোজ’-এ একজন ষড়যন্ত্রী বিজ়নেস ওম্যান, আবার ‘মাই’তে অন্যরকম চরিত্র। সম্প্রতি ‘ভ্যাকশিন ওয়ার’-এ নেগেটিভ চরিত্রে দর্শকদের প্রশংসা পেয়েছে।

বলিউডে কাজ করেও সমানতালে রাইমা বাংলার সিরিজ-সিনেমায় কাজ করছেন। তবে তাঁর ইচ্ছে এক ধরনের কাজ না করে নানা ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করা। রাইমা সেন জন্মদিনেও কাজ করতে পছন্দ করেন, নিজের ‘মি টাইম’ (Me Time)-এ যোগাতে যেমন মনোনিবেশ করেন। তেমনই থিয়েটার ওয়ার্কশপ করেন। কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় কিছু ছবি দেখা যায়, যেখানে সুদীপ্তা চক্রবর্তীর থিয়েটার ক্লাসে তিনি উপস্থিত ছিলেন। তবে পার্টি করতেও বেশ পছন্দ করেন নায়িকা। তিনি জানান, কাজ শেষে তিনি ছুটি নেবেন এবং জন্মদিনের উৎসবেও মজবেন। TV9 বাংলার তরফে টলি-বলির এই নায়িকার জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।