অনুরাগীদের মনে ‘পুষ্পা’ রাজ, আল্লু অর্জুনকে ঘিরে এ কী কাণ্ড?
Top 9: সাউন্ড টাওয়ারের মাথায় ভক্ত! গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হল পুষ্পা ২-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রথমের দিকে তেমন ভিড় হয়নি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। প্রিয় নায়ককে দেখতে সাউন্ড টাওয়ারেও উঠে পড়েন অনেকে। পাটনায় পুষ্পা টিমের এত ভক্তসংখ্যা কেউ কল্পনাও করতে পারেননি। খুশি সকলেই।
সাউন্ড টাওয়ারের মাথায় ভক্ত!
গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হল পুষ্পা ২-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রথমের দিকে তেমন ভিড় হয়নি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। প্রিয় নায়ককে দেখতে সাউন্ড টাওয়ারেও উঠে পড়েন অনেকে। পাটনায় পুষ্পা টিমের এত ভক্তসংখ্যা কেউ কল্পনাও করতে পারেননি। খুশি সকলেই।
হিন্দি ডাবিংয়ে কে?
পুষ্পা ছবির প্রথম ভাগে নায়ক আল্লু অর্জুনের গলা হিন্দিতে ডাব করেছিলেন বলিউডের এক অভিনেতা। তিনি আর কেউ নন, শ্রেয়স তালপাড়ে। দ্বিতীয় ভাগেও কি শ্রেয়স? ট্রেলার দেখে যখন ভক্তদের মনে নানা প্রশ্ন তখন জানিয়ে রাখা যাক আসল খবরটা। হ্যাঁ, পুষ্পা ২-এও পরিচালক বেছে নিয়েছেন শ্রেয়সকেই। হিন্দিভাষী দর্শককে টানতে শ্রেয়সের কণ্ঠই উপযুক্ত বলে মনে করেছেন তাঁরা।
পুষ্পা ২’তে রশ্মিকার পারিশ্রমিক
চর্চায় ৩০০ কোটি– হ্যাঁ, পুষ্পা ২-র জন্য ঠিক এত টাকাই নিচ্ছেন আল্লু অর্জুন। ফিল্মি দুনিয়ার ইতিহাসে যা বিরল। এই নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। প্রশ্ন জাগছে, ছবির হিরোইন অর্থাৎ রশ্মিকা মন্দানা কত টাকা নিচ্ছেন? শোনা যাচ্ছে, তিনি নাকি নিচ্ছেন প্রায় ১০ কোটি টাকা, যা আল্লুর তুলনায় সামান্য হলেও, একেবারেই কম নয়।
মুক্তি পাচ্ছে ইমার্জেন্সি
চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইমার্জেন্সি’। তবে সেন্সর বোর্ডের নানান জটিলতায় আটকে ছিল কঙ্গনা রানাওয়াতের ছবির মুক্তি। অবশেষে নতুন বছরে মুক্তি পেতে চলেছে ছবিটি। দিন স্থির হয়েছে ১৭ জানুয়ারি।
অনির্বাণের লুক
খাদান সিনেমার সব থেকে বড় চমক যে অনির্বাণ চক্রবর্তী হতে চলেছেন সেটা নিশ্চিন্তে বলা যায়। ‘একেনবাবু’র নতুন লুক দেখে হতবাক সকলে। সিনেমায় মান্ডির চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। লুকের ভিডিয়ো পোস্ট করে অনির্বাণ লিখেছেন, ‘সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। মান্ডির সঙ্গে আলাপ করুন।
মিঠুনের নয়া লুক
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘সন্তান’। তবে সিনেমা মুক্তির আগেই মুক্তি পেল জিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় সন্তান ছবির গান ‘ঠাকুর থাকবে কতক্ষণ’। তবে এই গানের সব থেকে বড় আকর্ষণ হল, এই গানের তালে তালে পা মেলাতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। মুহূর্তে ভাইরাল ক্লিপিং।
টলিপাড়ায় ফের বিচ্ছেদ!
ফেসবুকে সটান স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্য়ায়। এ দিন সামাজিক মাধ্যমে রিয়া লেখেন, “আজ সোমবার থেকে আমার সঙ্গে অরিন্দম চক্রবর্তীর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমায় কিছু জিজ্ঞেস করবেন না (কাজের বিষয়ে)। ধন্যবাদ।” তাঁর এই পোস্ট থেকে অনেকেই আঁচ করেছেন তাহলে হয়তো স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। যদিও অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রয়াত ‘দুর্গা’
প্রয়াত উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর। তার পর প্রাথমিক চিকিত্সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারাও শরীরে বাসা বাঁধে তাঁর। শেষ রক্ষা হল না। চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী।
প্রেমের সিলমোহর সৌরসেনীর?
নায়িকা হলেন তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কাজের বাইরে তাঁদের ঘনিষ্ঠতা বেড়েছে অনেকটাই। কখনও একসঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে যান। কখনও আবার একসঙ্গে পার্টিতে। কথা হচ্ছে সৌরসেনী মৈত্র এবং নিখিল জৈনের। এবার প্রেমের জল্পনা উস্কে দিয়ে সৌরসেনী লিখলেন, “আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে।”