Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভ কলকাতায় এসে নিজে থেকে আমার সঙ্গে ছবি তুলেছিলেন, কোন ঘটনার কথা বললেন শাশ্বত?

পরিচালক সুজয় ঘোষের কাহিনি ছবির বব বিশ্বাস চরিত্রে অভিনয় করে গোটা দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। এই ছবির পরেই শাশ্বত ঝুলিতে আসতে থাকে একের পর এক বলিউড ছবির প্রচার। রাতারাতিই বলিউড প্রযোজকদের চোখের মণি হয়ে ওঠেন টলিউডের শাশ্বত।

অমিতাভ কলকাতায় এসে নিজে থেকে আমার সঙ্গে ছবি তুলেছিলেন, কোন ঘটনার কথা বললেন শাশ্বত?
Follow Us:
| Updated on: Apr 07, 2025 | 1:42 PM

পরিচালক সুজয় ঘোষের ‘কাহিনি’ ছবিতে বব বিশ্বাস চরিত্রে অভিনয় করে গোটা দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। এই ছবির পরেই শাশ্বতর ঝুলিতে আসতে থাকে একের পর এক বলিউড ছবির অফার। রাতারাতিই বলিউড প্রযোজকদের চোখের মণি হয়ে ওঠেন টলিউডের শাশ্বত। তবে শুধু বলিউডি পরিচালক নয়, বব বিশ্বাসের প্রেমে পড়ে গিয়েছিলেন খোদ বলিউড ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চনও। তাই একটিবার শাশ্বতর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। হ্যাঁ, পরিচালক সুজয় ঘোষকে নাকি এমনটিই জানিয়ে ছিলেন বিগ বি। আর সেই সুযোগই ঘটল কলকাতায় ‘তিন’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। সেদিন শুধুই অমিতাভের সঙ্গে শাশ্বতর সাক্ষাৎই নয়, এমন এক কাণ্ড ঘটল, যা দেখে অমিতাভের ফ্যানবয় শাশ্বত, তাঁর জবরা ফ্যান হয়ে উঠলেন। স্ট্রেটআপ উইথ শ্রী ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই স্মৃতিতে ডুব দিলেন শাশ্বত।

সালটা ২০১৬। মুক্তি পায় ঋভু দাশগুপ্তর থ্রিলার ছবি ‘তিন’। এই ছবির প্রযোজক সুজয় ঘোষ। কলকাতায় এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন সুজয়। সেখানে হাজির ছিলেন খোদ বিগ বি। বিগ বির আমন্ত্রণে এই স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন কলকাতায় থাকা তাঁর অসংখ্য বন্ধুবান্ধব। এই স্পেশাল স্ক্রিনিংয়েই আমন্ত্রণ পেয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায় ও তাঁর স্ত্রীও। সুজয় ঘোষ শাশ্বতকে, বিগবির সঙ্গে আলাপ করালেন বব বিশ্বাস হিসেবেই। শাশ্বতর সে এক ফ্যানবয় মোমেন্ট। অমিতাভকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন। কিন্তু ইতস্তত হয়ে বিগ বি পা সরিয়ে নিয়েছিলেন। তারপর যেই না শুনলেন শাশ্বত, অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে, সঙ্গে সঙ্গে শাশ্বতকে কাছে টেনে মাথায় হাত দিয়ে আদর করেছিলেন অমিতাভ।

সেদিনের কথা স্পষ্ট মনে রয়েছে শাশ্বতর। অন্ধকার সিনেমাহল, সিনেমা চলছে, মাঝে মধ্যেই অমিতাভের সঙ্গে ইশারায় কথা হচ্ছে শাশ্বতর। একেকটা দৃ্শ্য দেখে মুগ্ধতার সঙ্গে অমিতজির দিকে তাকাচ্ছিলেন শাশ্বত। আর উনি হালকা হেসে ধন্যবাদ জানাচ্ছিলেন।

এই খবরটিও পড়ুন

এরপরই ঘটল সেই ঘটনা। শাশ্বত জানালেন, ছবি তোলার জন্য আমি এগিয়ে যায়নি অমিতজির কাছে। আসলে ভিড় পেরিয়ে গিয়ে আমি বিরক্ত করতে চাইনি। দেখছিলাম, ছবি শেষে অমিতজি সবার সঙ্গে ছবি তুলছিলেন। তারপর হঠাৎই আমার কাছে এসে উনি বলেন, ছবি তুলবে? আমি বললাম, আপনি যদি অনুমতি দেন। অমিতজি আমার কাঁধে হাত রাখলেন। আর আমার স্ত্রী ছবিটা তুললেন। আমার অবাক লেগেছিল সেদিন। আমি যে ওর সঙ্গে ছবি তুলিনি, তা মনে রেখেছিলেন অমিতজি। সত্য়ি এত বড় স্টার হয়েও, অমিতজি কতটা ডাউন টু আর্থ তা সেদিন বুঝতে পেরেছিলাম।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!