AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নায়কের সঙ্গে ঘনিষ্ঠ রেখা, হঠাৎই বন্দুক নিয়ে ঘরে ঢুকলেন এক ব্যক্তি, বলিউডে ভয়ানক কাণ্ড

তিনি বলিউডের এভারগ্রিন নায়িকা। তাঁর রূপ এখনও নতুন প্রজন্মের নায়িকাদের টেক্কা দেয়। তবে রূপের থেকেও রেখার ব্যক্তিগত জীবন বেশিই আকর্ষণ করে অনুরাগীদের।

নায়কের সঙ্গে ঘনিষ্ঠ রেখা, হঠাৎই বন্দুক নিয়ে ঘরে ঢুকলেন এক ব্যক্তি, বলিউডে ভয়ানক কাণ্ড
| Updated on: Apr 08, 2025 | 1:55 PM
Share

তিনি বলিউডের এভারগ্রিন নায়িকা। তাঁর রূপ এখনও নতুন প্রজন্মের নায়িকাদের টেক্কা দেয়। তবে রূপের থেকেও রেখার ব্যক্তিগত জীবন বেশিই আকর্ষণ করে অনুরাগীদের। বিশেষ করে তাঁর প্রেম জীবন, অমিতাভের সঙ্গে সম্পর্ক তো বলিউডের হট টপিক। আর সেই কৌতুহলের টানেই অনেক অনুরাগীরাই কাছে যেতে চান রেখার। তাঁকে একবার কাছ থেকে দেখার জন্য নানা ফন্দিও আঁটেন। ঠিক যেমন ঘটেছিল উমরাও জান ছবির শুটিং ফ্লোরে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা আটের দশক। লখনউয়ের এক বাড়িতে শুটিং চলছে রেখা অভিনীত ‘উমরাও জান’ ছবির। ফারুখ শেখকে নিয়ে রেখার সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎই পরিচালক মুজ্জাফর আলি শুনতে পান, বাড়ির বাইরে তুমুল চিৎকার। জানলা দিয়ে দেখেন, রেখার এক ঝলক পেতে বাড়ির বাইরে লোকজনের সমাগম। পরিচালক নিরাপত্তারক্ষীদের বললেন, পরিস্থিতি সামলাতে। ফের শুরু হল শুটিং। শুটিংয়ের মাঝেই হঠাৎ ঘরের মধ্যে বন্দুক হাতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। বন্দুক তাক করলেন রেখার দিকে! ফারুখ শেক, রেখা, পরিচালক তখন ভয়ে কাঁটা। কিছু অঘটন ঘটার আগেই নিরাপত্তারক্ষীও হাজির সেই ঘরে। ব্যক্তিকে ধরেও ফেলেন তাঁরা। কে এই ব্যক্তি? পরে জানা যায়, এই ব্যক্তি রেখার এক অন্ধভক্ত। ফারুখ শেখের সঙ্গে রেখার অন্তরঙ্গ দৃশ্যের কথা জানতে পেরেই বন্দুক হাতে শুটিং ফ্লোরে হাজির হন। তিনি নিজেকে রেখার প্রেমিক বলে দাবি করেছিলেন।

এই সব ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফারুখ শেখ। ১৯৮১ সালে মুক্তি পায় উমরাও জান। বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও, এই ছবি ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।