রাজেশের অত্যাচার থেকে বাঁচতে সানির হাত ধরেন ডিম্পল, একদিন রাতে বেডরুমে…
হঠাৎ করেই বলিপাড়ায় রটে গেল সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার প্রেমের খবর। শোনা যায়, ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত 'মঞ্জিল মঞ্জিল' ছবি থেকেই কাছাকাছি আসেন সানি দেওল ও ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির শুটিং ফ্লোর থেকেই প্রেমের শুরু। তখন অবশ্য ডিম্পল রাজেশ খান্নার স্ত্রী।

যদি সে ভালোবাসে, তাহলে তোমাকে স্বাধীনতা দেবে। যদি সে সত্যিই ভালোবাসে, তাহলে তাঁকে জোর করে বেঁধে রাখা দরকার নেই। সম্পর্ক হাতের মুঠো থাকা বালির মতন। মুঠো যত শক্ত, ততই বালি হাত থেকে মাটিতে পড়ে যাবে। ভালোবাসা, প্রেম এসব কথা উঠলেই, প্রেমশাস্ত্রের এই বক্তব্য চোখের সামনে ভেসে উঠবে। সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার প্রেম ঠিক এমনই। সারাজীবন ধরেই তাঁরা রয়ে গেলেন দূরে দূরে। কিন্তু তাঁদের দুই মনের কথা। দুই মনই জানে। গোপনে।
সময়টা আটের দশক। হঠাৎ করেই বলিপাড়ায় রটে গেল সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার প্রেমের খবর। শোনা যায়, ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মঞ্জিল মঞ্জিল’ ছবি থেকেই কাছাকাছি আসেন সানি দেওল ও ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির শুটিং ফ্লোর থেকেই প্রেমের শুরু। তখন অবশ্য ডিম্পল রাজেশ খান্নার স্ত্রী।
গুঞ্জনে ছিল, রাজেশ খান্নার সঙ্গে নাকি ডিম্পলের সুসম্পর্ক ছিল না। এক সংসারে থাকলেও, ডিম্পলকে সেভাবে সম্মান করতেন না রাজেশ। উল্টে মানসিক অত্যাচারও করতেন। এমনকী, রাজেশ চেয়েছিলেন, ডিম্পল যেন অভিনয় ছেড়ে দেন। তবে বিয়ের পর বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়ে ফের সিনেমায় ফিরেছিলেন ডিম্পল। আর সেই সময়ই সানি ছিলেন তাঁর আশ্রয়।
আটের দশকের শেষের দিকে প্রায় সব বিনোদনমূলক ম্যাগাজিনের শিরোনাম হয়ে যায় একটি খবর। ডিম্পল নাকি রাজেশের সংসার ছেড়ে সানির সঙ্গে থাকার প্ল্যান করে ফেলেছেন। রাতারাতি রাজেশের ঘর ছাড়ারও ছক কষেছিলেন ডিম্পল।
গসিপ ম্যাগাজিনে আসে, ডিম্পল ও সানির পালানোর ছক হাতে নাতে ধরে ফেলেছিলেন রাজেশ। একদিন রাতে বেডরুমে এই নিয়ে তুমুল অশান্তি হয় রাজেশ ও ডিম্পলের। সেদিনই নাকি বাক্স-প্যাটরা গুছিয়ে রাজেশের ঘর ত্যাগ করেন ডিম্পল। তবে ঘর ছেড়ে সানির কাছে সেই রাতে গিয়েছিলেন কিনা তা জানা যায়নি।
তবে এত সব করেও, সানি ও ডিম্পল বিয়ে করার সাহস জোটাতে পারেননি। ডিম্পল রাজেশকে ত্য়াগ তো করেন। কিন্তু মনে মনেই রেখে দেন সানির প্রেম। উল্টো দিকে সানিও তাই। সানি বিয়েও করেন। তবুও ডিম্পলকে ভুলতে পারেন না।
২০১৭ সালে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, সানি ও ডিম্পলের একটি ছবি। যেখানে দেখা যায়, বিদেশের মাটিতে হাতে হাত দিয়ে বসে আছেন সানি-ডিম্পল। এক সাক্ষাৎকারে অমৃতা সিং জানিয়ে ছিলেন, সানি ডিম্পলকে খুবই ভালোবাসত। কিন্ত কখনই বিয়ে করার সাহস দেখাতে পারেনি। দুজনেই নিজেদের প্রেমকে গোপনে রেখেছেন।





