AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইচ্ছে করেই স্নানের ভিডিও শেয়ার উর্বশীর! ফাঁস নেপথ্যের কারণ

বেশ কয়েক বছর আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় উর্বশীর একটি স্নানঘরের ভিডিও। যেখানে তাঁকে দেখা গিয়েছিল ভেজা শরীরে স্নানঘরে দাঁড়িয়েই পোশাক বদলাচ্ছিলেন।

ইচ্ছে করেই স্নানের ভিডিও শেয়ার উর্বশীর! ফাঁস নেপথ্যের কারণ
| Updated on: Jan 21, 2025 | 8:23 PM
Share

দেখুন কাণ্ড! শেষমেশ নিজেই মুখ ফসকে বলে ফেললেন সত্যিটা! তাও আবার কোনও রাখঢাক না রেখে। হ্যাঁ, এমন কাণ্ডই করে ফেলেছেন বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। নিজেই ফেঁসেছেন, নিজের কথার জালে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় উর্বশীর স্নানঘরের একটি ভিডিও। যেখানে তাঁকে দেখা গিয়েছিল ভেজা শরীরে স্নানঘরে দাঁড়িয়েই পোশাক বদলাচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে উর্বশী বলেছিলেন, এই ঘটনায় তিনি খুবই বিরক্ত। এমনটি মোটেই হওয়া উচিত হয়নি। এমনকী, উর্বশী তখন বলেছিলেন, এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবেন।

তবে সম্প্রতি সেই ঘটনার কথা উঠতেই এক সাক্ষাৎকারে পাল্টি খেলেন উর্বশী। স্পষ্টই জানালেন, ওই ভিডিওটা আসলে ঘুষপেটিয়া ছবির দৃশ্য। আর ছবির পরিচালককে বাঁচাতেই এমনটা করেছিলাম। নাহলে পরিচালক রাস্তার বসে পড়ত। এটতাই অর্থনৈতিক ক্ষতি হত তাঁর। সেই কারণেই ছবির ওই দৃশ্যেকে ভাইরাল করার বুদ্ধি।

মাঝে মধ্যেই নিজের বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন উর্বশী। এই যেমন সম্প্রতি সইফ আলি খানের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে উর্বশী অল্প কথা বলেই, সোজা চলে যান তাঁর হাতের মহামূল্যবান রোলেক্স ঘড়ির কথায়। যা কিনা উর্বশীকে দিয়েছেন তাঁর মা-বাবা। পরে অবশ্য এমন কথা বলায়, সোশাল মিডিয়ায় সইফের কাছে ক্ষমাও চান উর্বশী। তারই মাঝে স্নানঘরের ভিডিও নিয়ে এমন মন্তব্যে ফের বিতর্কের ঝড়।

এর বাইরে ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়ে মাঝে মধ্যেই খবরে চলে আসেন উর্বশী। তবে এসবকে আজকাল খুব একটা পাত্তা দেন না তিনি।