AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঙ্গীত শিল্পী উস্তাদ গোলাম মুস্তাফা খানের জীবনাবসান

এই মহান শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, উস্তাদ আমজাদ আলি খান, এ আর রহমানের মতো শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন।

সঙ্গীত শিল্পী উস্তাদ গোলাম মুস্তাফা খানের জীবনাবসান
উস্তাদ গোলাম মুস্তাফা খান।
| Updated on: Jan 17, 2021 | 7:22 PM
Share

প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী (singer) উস্তাদ গোলাম মুস্তাফা খানের জীবনাবসান। কিংবদন্তি শিল্পী রবিবার প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পীর পুত্রবধূ নম্রতা গুপ্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।

নম্রতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার শ্বশুরমশাই, আমাদের পরিবারের স্তম্ভ, দেশের গর্ব পদ্মবিভূষণ উস্তাদ গোলাম মুস্তাফা খান সাহেব প্রয়াত হয়েছেন।’

এই মহান শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি এইমাত্র খবর পেলাম মহান শাস্ত্রীয় গায়ক ওস্তাদ গোলাম মুস্তাফা খান পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। খুবই খারাপ লাগছে। অসাধারণ গায়ক তো ছিলেনই। একইসঙ্গে খুব ভাল মনের মানুষ ছিলেন উনি।’ পাশাপাশি উস্তাদ আমজাদ আলি খান, এ আর রহমানের মতো শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন।

সূত্রের খবর, তেমন কোনও শারীরিক অসুস্থতা না থাকলেও রবিবার নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তারপর বাড়িতেই তাঁর মৃত্যু হয়। ১৯৩১-এর ৩ মার্চ উত্তরপ্রদেশে জন্ম হয়েছিল উস্তাদ গোলাম মুস্তাফা খানের। অর্থাৎ আর কয়েকদিন পরেই বয়স হত ৯০।

বাবা উস্তাদ ওয়ারিস হুসেন খানের কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম শুরু হয়েছিল তাঁর। পরবর্তী কালে আশা ভোঁসলে, মান্না দে, সোনু নিগমের মতো শিল্পীরা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ২০১৮-তে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল শিল্পীকে। তাঁর প্রয়াণে সঙ্গীতজগৎ এক অভিভাবককে হারালো বলে মনে করছেন শিল্পীরা।

আরও পড়ুন, কলকাতায় বিয়ে করছেন হরমন বাওয়েজা! পাত্রী কে জানেন?