ভূতের অভিজ্ঞতা থেকে ছবি, কী বললেন লেখিকা-পরিচালক
বাংলা সিনেমাকে নতুন বক্স অফিস হিটের ফর্মুলা দিয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। মানবিক সম্পর্কের তানাবানায় বোনা সিনেমা দিয়ে দর্শকদের হলমুখী করেছেন। এরপর তাঁরা নানা বিষয় বা জ্যঁরের ছবি উপহার দিয়ে চলেছেন। সম্প্রতি একটি নতুন ছবির টিজার আসে, ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। হরর কমেডি জ্যঁরের ছবি এই প্রথম তাঁরা করলেন। ছবির টিজার দেখে এক পলকে মজা লাগছে তো অন্য পলকেই একটা ভয়ের শিরশিরানি অনুভব হচ্ছে। এই ছবির গানেও রয়েছে রহস্য।

বাংলা সিনেমাকে নতুন বক্স অফিস হিটের ফর্মুলা দিয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। মানবিক সম্পর্কের তানাবানায় বোনা সিনেমা দিয়ে দর্শকদের হলমুখী করেছেন। এরপর তাঁরা নানা বিষয় বা জ্যঁরের ছবি উপহার দিয়ে চলেছেন। সম্প্রতি একটি নতুন ছবির টিজার আসে, ছবির নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। হরর কমেডি জ্যঁরের ছবি এই প্রথম তাঁরা করলেন। ছবির টিজার দেখে এক পলকে মজা লাগছে তো অন্য পলকেই একটা ভয়ের শিরশিরানি অনুভব হচ্ছে। এই ছবির গানেও রয়েছে রহস্য।
ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক, জয়দীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। সমাজ মাধ্যমে মুক্তি পাওয়া এই ছবির টিজ়ারটি এমন এক ভৌতিক জগতের ঝলক দেখায়, যেখানে হাস্যরস ও অতিপ্রাকৃতের এক অদ্ভুত মিশ্রণ। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, সঙ্গে জিনিয়া সেনের গল্পে তৈরি এই ছবির পটভূমি এক রহস্যময় হোটেল। যেখানে বাস করে কিছু অদ্ভুত চরিত্র এবং অপেক্ষা করে অনভিপ্রেত মোড়। সাসপেন্স আর হালকা হাস্যরসের ভারসাম্যের ইঙ্গিত দেখা যায় অপ্রত্যাশিত নানা ঘটনায়, যেখানে প্রচলিত ভয়ের চেয়ে গল্প ও পরিবেশই বেশি গুরুত্ব পেয়েছে।
পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বললেন, “ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মাধ্যমে আমরা এমন এক জগৎ তৈরি করতে চেয়েছি, যেখানে ভয় শুধু ভয় দেখাবে না, হাস্যরস তৈরি হবে। টিজ়ারটিতে ছবির মুডটাই ধরা পড়েছে—একসঙ্গে আবহময়, রহস্যময় এবং খেলাচ্ছলে ভরা। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গল্পের গভীরতা বজায় রেখেই ভয়ের সঙ্গে হাসির ভারসাম্য রাখা।”
এই ছবির লেখিক জিনিয়া সেন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, “২০২৪ সালের জুন মাসে, কালিম্পংয়ের একটি পুরোনো হোটেলে নন্দিতাদি (রায়) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে থাকার সময়, আমি প্রায়ই একা একা সেই ফাঁকা করিডোর গুলোতে হাঁটতাম। আবছা আলো আর নিস্তব্ধতা আমাকে ভাবতে বাধ্য করত—আমার চারপাশে যারা আছে, তারা কি সত্যিই সবাই মানুষ? সেই অস্বস্তিকর ভাবনাটাই থেকে যায়, আর সেখান থেকেই ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর ভাবনার জন্ম। নন্দিতাদি, শিবপ্রসাদ এবং পরে অরিত্রর সঙ্গে আইডিয়াটা ভাগ করতেই সবাই সঙ্গে সঙ্গে কানেক্ট করে। এটা শুধু হরর-কমেডি নয়, হাসি, ভয় ও ভালোবাসার মাধ্যমে বলা এক সামাজিক প্রতিফলন।” ২৩ জানুয়ারি ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবি। যেখানে থাকছে হাসি, রহস্য আর অতিপ্রাকৃত দুষ্টুমির জমজমাট মিশেল। উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন এই জ্যঁরের ছবি দর্শকদের কেমন লাগে, সেটাই দেখার।
