AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও প্রশ্নের মুখে সম্পর্ক? গোবিন্দার অসুস্থতার খবর জানতেনই না সুনীতা?

মুম্বইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাত দেড়টার সময় বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন অভিনেতা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার পর তাঁকে প্রাথমিকভাবে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিনের শেষে খবর মেলে ডে-কেয়ারে রেখেই ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে।

আবারও প্রশ্নের মুখে সম্পর্ক? গোবিন্দার অসুস্থতার খবর জানতেনই না সুনীতা?
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 6:06 PM
Share

২ দিন আগেই বলিউডের স্টার গোবিন্দাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছিল অনুরাগীদের। একদিকে যখন ধর্মেন্দ্রকে নিয়ে গোটা দেশ চিন্তায় মগ্ন, সেখানে দাঁড়িয়ে মধ্যরাতে গোবিন্দার আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর মেলায় বেড়েছিল উদ্বেগ। মুম্বইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাত দেড়টার সময় বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন অভিনেতা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার পর তাঁকে প্রাথমিকভাবে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিনের শেষে খবর মেলে ডে-কেয়ারে রেখেই ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে।হাসপাতাল থেকে বেরিয়েই গোবিন্দা জানান, অতিরিক্ত ব্যায়াম করার ফলে ‘ফ্যাটিগ’ হয়েছিল। কিন্তু এই ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানতেন না তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সবটা নাকি তাঁর অগোচরে আসে গোবিন্দারই দেওয়া এক সাক্ষাৎকার দেখে।

একটি ভ্লগে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, “গোবিন্দা একদম ফিট। নতুন ছবি ‘দুনিয়াদারী’র প্রস্তুতির জন্য তিনি ওয়ার্কআউট করছিলেন, তখনই অজ্ঞান হয়ে যান। আমি শহরের বাইরে ছিলাম, পরে ফিরেই একটি সাক্ষাৎকার দেখে পুরো পরিস্থিতি জানতে পারি।” তিনি আরও জানান, অতিরিক্ত ব্যায়ামের ক্লান্তির কারণেই গোবিন্দার এই শারীরিক সমস্যা। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং চিন্তার কোনও কারণ নেই।

এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে গোবিন্দা নিজেও ভক্তদের উদ্দেশে বলেন, শরীরচর্চার পাশাপাশি নিয়মিত যোগা ও প্রাণায়াম করা উচিত। তবে সুনীতার সাম্প্রতিক মন্তব্য শুধু অসুস্থতা নিয়েই নয়, বরং অভিনেতার সাম্প্রতিক ক্ষমা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেও আলোচনা শুরু হয়েছে। গত দিন কয়েক আগে একটি পডকাস্টে সুনীতা রসিকতার ছলে তাঁদের পারিবারিক পুরোহিতকে ‘চোর’ বলে উল্লেখ করেছিলেন। সে কথা ঘিরে বিতর্ক বাড়তেই গোবিন্দা জোড় হাতে পুরোহিতের কাছে ক্ষমা চান।

সুনীতা ভ্লগে জানান, তিনি স্বামীর এই প্রকাশ্য ক্ষমা চাওয়ায় অস্বস্তি বোধ করেছেন। তাঁর কথায়, “আমি তো কারও নাম নিইনি। যদি কারও মনে আঘাত লেগে থাকে, আমি ক্ষমা চাইছি। কিন্তু গোবিন্দার তিনজন পুরোহিত—তিনি আলাদা করে কারও নাম নিয়ে ক্ষমা চাইবেন, তা ঠিক নয়।” উল্লেখ্য, গোবিন্দা ও সুনীতা আহুজার বিয়ে হয় ১৯৮৭ সালে। বহুদিন বিষয়টা গোপনে রাখার পর তাঁদের দাম্পত্যের কথা প্রকাশ্যে আসে। তাঁদের প্রথম কন্যা সন্তান হওয়ার পর জানা যায় তাঁদের বিয়ের কথা। তবে এতবছরে তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে কখনও কোনও বিবাদ সামনে আসেনি। তবে গত ছয় মাসে একাধিকবার এই মর্মে জল ঘোলা হয়েছে বলিপাড়ায়। এবারও মিলল তেমনই ইঙ্গিত।