স্বামী ভিকির সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ তৃপ্তি, তা দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার?
Katrina-Tripi-Vicky: তাঁর স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন দেশের নয়া ক্রাশ তৃপ্তি দিমরি। 'ব্যাড নিউজ়' ছবিতে 'জানম' গানে সুইমিংপুলে তাঁর এবং ভিকির সঙ্গে অন্তরঙ্গতা এখন আলোচনার বিষয়। সেই গানের পরতে-পরতে উষ্ণতা ছড়িয়েছেন দুই শিল্পী। এ সব দেখে কী বলছেন ভিকি-জায়া ক্যাটরিনা কাইফ?
জার্মানি থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁকে নিয়ে গুঞ্জন–তিনি নাকি অন্তঃসত্ত্বা। জার্মানি যাওয়ার ঠিক আগে যতবারই জনসমক্ষে এসেছেন ক্যাটরিনা, প্রত্যেকবারই তাঁর পরনে ছিল ঢিলেঢালা পোশাক। ফলে গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। জার্মানিতে বেশ কয়েকদিন কাটিয়ে এসেছেন ক্যাটরিনা। তা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনকে আরও বেশি উস্কে দিয়েছে। তার মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে স্বামী ভিকি কৌশলের পর্দায় এমন অন্তরঙ্গ আবেদন নিয়ে আলোচনা তুঙ্গে। বিমানবন্দরে ক্যাটরিনা মুখোমুখি হন পাপারাৎজ়িদের।
এর আগে এই ধরনের অন্তরঙ্গ দৃশ্যে কোনওদিনও অভিনয় করতে দেখা যায়নি ভিকি কৌশলকে। ক্যাটরিনাকে বিমানবন্দরে দেখার পর তা নিয়ে তাঁকে প্রশ্ন করতে চেয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু সব প্রশ্নই এড়িয়ে গিয়েছেন ক্যারিনা। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এবং ভিকির পর্দা-রোম্যান্স নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। পাপারাৎজ়িদের এড়িয়ে গিয়েছেন।
ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ ঘটে তৃপ্তি দিমরির। ‘বুলবুল’,’কালা’র মতো ছবিতে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘বুলবুল’ ছবিতে আত্মপ্রকাশেই নজর কেড়েছিলেন তৃপ্তি। তারপর বড়পর্দায় তাঁকে দেখা যায় ‘অ্যানিম্যাল’ ছবিতে। রণবীর কাপুরের সঙ্গে অর্ধনগ্ন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। চরিত্রের নাম জ়োয়া। সকলেই জানেন, ছবিতে তাঁকে ‘ভাবি টু’ নাম দেওয়া হয়। এরপর ‘ভাবি টু’ তৃপ্তি হয়ে ওঠেন দেশের ক্রাশ। পরপর ছবির অফার আসে তাঁর কাছে। আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার পর রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের স্বামীর সঙ্গেও অন-স্ক্রিন ঘনিষ্ঠ হয়েছেন তিনি।