প্রেম নিবেদনে ভাঙে মন, বরুণের জন্যও আজও অবিবাহিত শ্রদ্ধা?
Shraddha-Varun Romance: শ্রদ্ধা কাপুর স্পষ্ট জানান, তিনি এই বিষয় কিছুই জানতেন না। তবে একজনের প্রতি প্রেমের কথা বারবার স্বীকার করেন তিনি। আর তা হল বরুণের প্রতি তাঁর অনুভূতি।

শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান, একে অন্যের সঙ্গে ঘর বাঁধতে পারতেন। যদি শ্রদ্ধা কাপুরের মনের ডাকে সাড়া দিতেন অভিনেতা। ছোট থেকেই তাঁরা একে অপরকে চিনতেন। জানেন, শ্রদ্ধা কাপুর এতটাই ভালবাসতেন বরুণকে যে তিনি স্থির করেছিলেন পাহাড়ের কোলে নিয়ে গিয়ে তাঁকে প্রোপজ করবেন। করেও ছিলেন। কিন্তু উত্তর মেলেনি। ঠিক কী ঘটে? বিবাহিত বরুণ ধাওয়ানের জন্যই কি আজও অপেক্ষায় শ্রদ্ধা কাপুর? শ্রদ্ধাকে ভালবেসেছেন বহু অভিনেতা। টাইগার শ্রফ একবার প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন তিনি শ্রদ্ধা কাপুরকে পছন্দ করেন। কিন্তু শ্রদ্ধা কাপুর স্পষ্ট জানান, তিনি এই বিষয় কিছুই জানতেন না। তবে একজনের প্রতি প্রেমের কথা বারবার স্বীকার করেন তিনি। আর তা হল বরুণের প্রতি তাঁর অনুভূতি।
একবার এক রিয়্যালিটি শোয়ে বরুণ ধাওয়ানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই কথা প্রসঙ্গে তিনি জানান, বরুণ ধাওয়ানের বাবা ও শ্রদ্ধা কাপুরের বাবা একসঙ্গে অনেক ছবি করেছিলেন। আর সেই সুবাদেই ছোট থেকে তিনি বরুণকে চিনতেন। ছোট থেকেই বরুণের প্রতি ছিল অগাদ প্রেম। একটা সময় শ্রদ্ধা কাপুর স্থির করেন তাঁকে প্রেম নিবেদন করবেন। তখন এক শুটিং সূত্রে তারা দুজনেই পাহাড়ে। শ্রদ্ধা কাপুর বরুণকে এক রোম্যান্টিক অনুভূতি দেওয়ার জন্য তাকে নিয়ে পাহাড়ের মাথায় ওঠেন। গল্পে টুইস্ট আনার জন্যে তিনি স্থির করেন, কথাটা উল্টো বলবেন, বরুণকে বলেছিলেন তিনি যা বলতেন বরুণ যেন তার ঠিক উল্টোটা বলেন। এরপর শ্রদ্ধা বলেন ‘তুমি আমায় ভালবাস’। বরুণ কিছুটা চুপ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ‘না’। এটা শোনা মাত্রই মন ভেঙেছিল শ্রদ্ধার। তবে জানেন, শ্রদ্ধার তখন বয়স কত ছিল? মাত্র আট বছর।





