পথ-দুর্ঘটনায় মেয়ের মৃত্যু? আচমকা খবর পেতেই শোকে পাথর হয়েছিলেন কাজলের মা
Tanuja: তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। যার ফলে তিনি কোমাতে চলে গিয়েছিলেন। তাঁর মা অর্থাৎ তনুজা মুখোপাধ্যায়ের কাছে খবর পৌঁছায় তিনি মারা গিয়েছেন। পরিবারে মুহুর্তে শোকের ছাড়া নেমে আসে।

অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়, বলিউড থেকে শুরু করে টলিউড, একের পর এক ভাল কাজ করে সকলের নজর কেড়েছেন তিনি। মেয়ে কাজলও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এখনও দাপটের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন তিনি। তবে তাঁর বোন তানিশাও বলিউডে পা রাখার চেষ্টা করেছিলেন, তবে কেরিয়ারে সফল হননি। বেশ কয়েকটি ছবিও করেছিলেন তিনি। একবার ‘ঝলক দিখলা যা’ রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল তাঁকে। সেখানেই সকলের নজর কাড়েন অভিনেত্রী। কথা প্রসঙ্গে শেয়ার করে নিয়েছিলেন এক ভয়ানক অভিজ্ঞতার কথা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল! জানলে চমকে উঠতে হয়। যে কারণে তাঁর প্রথম ছবির শুটই আটকে গিয়েছিল দীর্ঘ ১ বছরের জন্য। তানিশার প্রথম ছবি SSSHHHH। এই ছবির শুটের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন মানালিতে। সেখানে সঙ্গে ছিল তাঁর গোটা টিম। হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় তাঁদের গাড়ি।
পলকে পাল্টে যায় সব পরিকল্পনা। সেই দুর্ঘটনায় সকলেই কম বেশি আহত হয়েছিলেন। আঘাত পেয়েছিলেন তানিশাও। তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। যার ফলে অভিনেত্রী কোমাতে চলে গিয়েছিলেন। তাঁর মা অর্থাৎ তনুজা মুখোপাধ্যায়ের কাছে যদিও খবর পৌঁছায় ভয়ানক। তাঁকে বলা হয়, তাঁর মেয়ে মারা গিয়েছেন। ফোন আসে, ‘পথ-দুর্ঘটনায় মেয়ে আর নেই’। পরিবারে মুহুর্তে শোকের ছাড়া নেমে আসে। কেঁদে ওঠেন তনুজা। তবে নাহ,ভাগ্যচক্রে তেমনটা ঘটেনি। প্রাণে বেঁচে গিয়েছিলেন তানিশা। তবে ডাক্তার জানিয়েছিলেন তিনি আর ছবি করতে পারবেন না। ঠিক হতে তানিশার লেগে গিয়েছিলেন টানা এক বছর। তবে আশ্চর্যের বিষয় হল, তিনি ছবির কাজ শেষ করেছিলেন। কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখে পড়তে হয় কাজলের বোনকে। সেই সময় খবরে খবরে ছড়িয়ে পড়েছিল এই দুর্ঘটনা কথা। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তানিশার স্বাস্থ্যের খবর। সেই কঠিন লড়াই কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। পরিবারের সকলকে ধন্যবাদও জানান অভিনেত্রী, সেই সময় তাঁকে সাপোর্টে করেছিলেন সকলেই। যা কোনওদিন তিনি ভুলবেন না বলে দাবিও করেন রিয়্যালিটি শোয়ের মঞ্চে।
