AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘টাকার জন্য বিয়ে?’ নিক জোনাস ও প্রিয়াঙ্কার মধ্যে কে বেশি টাকার মালিক…

Priyanka-Nick Assets: তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে। তারপর প্রিয়াঙ্কা নিককে তাঁর ফোন নম্বর দেন। ২০১৭ সালে অক্সারের ফ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনকে। তবে এই সমীকরণ সবটাই কী টাকার জন্যে? জানেন প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক?

| Updated on: Dec 31, 2023 | 9:06 AM
Share
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, সিনেদুনিয়ার অন্যতম চর্চিত জুটি। সম্পর্কের খবর যখনই সামনে এসেছে, তখনই চর্চায় একাধিক ট্রোলিং জায়গা করে নিয়েছে।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, সিনেদুনিয়ার অন্যতম চর্চিত জুটি। সম্পর্কের খবর যখনই সামনে এসেছে, তখনই চর্চায় একাধিক ট্রোলিং জায়গা করে নিয়েছে।

1 / 8
নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাৎ অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী!

নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাৎ অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী!

2 / 8
বয়েসের ব্যবধান কোনও বাধা হয়নি এই তারকা কাপলের কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

বয়েসের ব্যবধান কোনও বাধা হয়নি এই তারকা কাপলের কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

3 / 8
কখনও সামনে এসেছে তাঁদের বয়সের ফারাক প্রসঙ্গ, কখনও আবার টাকা। তবে জানেন কি এই জুটির মধ্যে সব থেকে ধনী কে?

কখনও সামনে এসেছে তাঁদের বয়সের ফারাক প্রসঙ্গ, কখনও আবার টাকা। তবে জানেন কি এই জুটির মধ্যে সব থেকে ধনী কে?

4 / 8
অনেকের মতোই নিক ও প্রিয়াঙ্কার আলাপ সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ঘটনা। প্রিয়াঙ্কার টুইটারে প্রবেশ করেছিলেন নিক।

অনেকের মতোই নিক ও প্রিয়াঙ্কার আলাপ সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ঘটনা। প্রিয়াঙ্কার টুইটারে প্রবেশ করেছিলেন নিক।

5 / 8
তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে। তারপর প্রিয়াঙ্কা নিককে তাঁর ফোন নম্বর দেন। ২০১৭ সালে অক্সারের ফ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনকে।

তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে। তারপর প্রিয়াঙ্কা নিককে তাঁর ফোন নম্বর দেন। ২০১৭ সালে অক্সারের ফ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনকে।

6 / 8
তবে এই সমীকরণ সবটাই কী টাকার জন্যে? জানেন প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ৬৯০ কোটির মালিক তিনি।

তবে এই সমীকরণ সবটাই কী টাকার জন্যে? জানেন প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ৬৯০ কোটির মালিক তিনি।

7 / 8
অন্যদিকে নিক জোনাস হলেন ৫৮২ কোটি টাকার মালিক। অর্থাৎ সম্পত্তির দিক থেকে সব সময় এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়াই।

অন্যদিকে নিক জোনাস হলেন ৫৮২ কোটি টাকার মালিক। অর্থাৎ সম্পত্তির দিক থেকে সব সময় এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়াই।

8 / 8