Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পর্দায় ‘ভিলেন’ ববি দেওলের ভাই, জানলে চমকে যাবেন কে এই সৌরভ…

Sourav Sachdev: বেরী জন অ্যাক্টিং স্কুলে তিনি যুক্ত ছিলেন টানা ১৫ বছর। শিক্ষাও দিয়েছেন অনেককে। যে তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নাম, রয়েছে রানা দাগুপতির নাম, রয়েছে জ্যাকলিন ফার্ণান্ডেজের নাম। বাণী কাপুর, অর্জুন কাপুরও ছিলেন তালিকায়।

| Updated on: Jan 30, 2024 | 5:38 PM
সৌরভ সচদেব, বলিউডে বর্তমানে যিনি চর্চিত না। অ্যানিম্যাল ছবিতে যিনি ববি দেওল অবিদ হক-এর চরিত্রে অভিনয় করেছিলেন। অ্যানিম্যাল ছবি একগুচ্ছ স্টারদের নিয়ে তৈরি।

সৌরভ সচদেব, বলিউডে বর্তমানে যিনি চর্চিত না। অ্যানিম্যাল ছবিতে যিনি ববি দেওল অবিদ হক-এর চরিত্রে অভিনয় করেছিলেন। অ্যানিম্যাল ছবি একগুচ্ছ স্টারদের নিয়ে তৈরি।

1 / 8
যেখানে এমন অনেক চরিত্র রয়েছে যাঁদের অভিনয়ে মুগ্ধ সকলে। সেই তালিকায় যেমন তৃপ্তী দিম্রি পড়েন, তেমনই পড়েন সৌরভ। তবে এতদিন তিনি কোথায় ছিলেন?

যেখানে এমন অনেক চরিত্র রয়েছে যাঁদের অভিনয়ে মুগ্ধ সকলে। সেই তালিকায় যেমন তৃপ্তী দিম্রি পড়েন, তেমনই পড়েন সৌরভ। তবে এতদিন তিনি কোথায় ছিলেন?

2 / 8
পলকে সকলের মন জয় করে নেওয়া চরিত্রের দেখা এতদিন মেলেনি কেন? থিয়েটার থেকে তাঁর অভিনয় শিক্ষা। তিনি থিয়েটর পরিচালক বেরী জনের থেকে অভিনয় শিক্ষা নিয়েছিলেন।

পলকে সকলের মন জয় করে নেওয়া চরিত্রের দেখা এতদিন মেলেনি কেন? থিয়েটার থেকে তাঁর অভিনয় শিক্ষা। তিনি থিয়েটর পরিচালক বেরী জনের থেকে অভিনয় শিক্ষা নিয়েছিলেন।

3 / 8
২০০১ সালে সেখানে যুক্ত হন তিনি। কেবল যে শিক্ষাই নিয়েছেন এমন নয়, বহু থিয়েটর সিরিজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন সৌরভ। তারপর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান।

২০০১ সালে সেখানে যুক্ত হন তিনি। কেবল যে শিক্ষাই নিয়েছেন এমন নয়, বহু থিয়েটর সিরিজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন সৌরভ। তারপর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান।

4 / 8
তবে অভিনয় জগত থেকে নয়। তিনি অ্যাক্টিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। বেরী জন অ্যাক্টিং স্কুলে তিনি যুক্ত ছিলেন টানা ১৫ বছর। শিক্ষাও দিয়েছেন অনেককে।

তবে অভিনয় জগত থেকে নয়। তিনি অ্যাক্টিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। বেরী জন অ্যাক্টিং স্কুলে তিনি যুক্ত ছিলেন টানা ১৫ বছর। শিক্ষাও দিয়েছেন অনেককে।

5 / 8
যে তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নাম, রয়েছে রানা দাগুপতির নাম, রয়েছে জ্যাকলিন ফার্ণান্ডেজের নাম। বাণী কাপুর, অর্জুন কাপুরও ছিলেন তালিকায়।

যে তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নাম, রয়েছে রানা দাগুপতির নাম, রয়েছে জ্যাকলিন ফার্ণান্ডেজের নাম। বাণী কাপুর, অর্জুন কাপুরও ছিলেন তালিকায়।

6 / 8
অ্যাক্টিং স্কুলের শিক্ষকদের নিজে একটা সময় সম্মান করতেন না বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নিজেই শিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।

অ্যাক্টিং স্কুলের শিক্ষকদের নিজে একটা সময় সম্মান করতেন না বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নিজেই শিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।

7 / 8
তিনি মনে করতেন শিক্ষা দেওয়া ভীষণ  কঠিন কাজ। পরবর্তীতে তিনি নিজে স্থির করেছিলেন যে এটাই তাঁর জায়গা। তিনি সেখানেই নিজেকে যুক্ত করেছিলেন।

তিনি মনে করতেন শিক্ষা দেওয়া ভীষণ কঠিন কাজ। পরবর্তীতে তিনি নিজে স্থির করেছিলেন যে এটাই তাঁর জায়গা। তিনি সেখানেই নিজেকে যুক্ত করেছিলেন।

8 / 8
Follow Us: