Arijit Singh:  আমি খারাপ..., কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?

Arijit Singh: “আমি খারাপ…”, কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?

TV9 Bangla Digital

| Edited By: utsha hazra

Updated on: Nov 15, 2024 | 9:22 PM

Arijit Singh: নিজের মনের কথা সব সময়ই এক্স হ্যান্ডেলে লিখতে থাকেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। এর আগে তাঁর লেখা পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। কয়েক দিন আগে নিজের মনের কথা এক্স হ্যান্ডেলে লিখে রাখলেন গায়ক। তাঁর দাবি নিজের মা-কে তিনি প্রতিনিয়ত কষ্ট দিয়েছেন। তিনি ব্যর্থ ছেলে হিসাবে।

অরিজিতের হাহাকার

নিজের মনের কথা সব সময়ই এক্স হ্যান্ডেলে লিখতে থাকেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। এর আগে তাঁর লেখা পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। কয়েক দিন আগে নিজের মনের কথা এক্স হ্যান্ডেলে লিখে রাখলেন গায়ক। তাঁর দাবি নিজের মা-কে তিনি প্রতিনিয়ত কষ্ট দিয়েছেন। তিনি ব্যর্থ ছেলে হিসাবে।

অসুস্থ জোজোর ছেলে

৫০-এর গণ্ডি পেরিয়ে ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন জোজো। তাঁর দত্তক পুত্রের বয়স এখন চার। খেলনা বন্দুক নিয়ে খেলতে খেলতে বিপত্তি ঘটাল একরত্তি। সঙ্গে সঙ্গে তাঁরে নার্সিংহোমে নিয়ে যান গায়িকা। নার্সিংহোমের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জোজো। এখন অনেকটাই সুস্থ সে।

ব্র্যাড পিটকে না ঐশ্বর্যার
২০০০-এর গোড়ার দিকে ঐশ্বর্যা রাই বচ্চনের কাছে অফার যায় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির। মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল তাঁর ও ব্র্যাড পিটের। তবে সেই অফার ফিরিয়ে দেন ঐশ্বর্যা, শোনা যায় তেমনটাই। ছবিতে নাকি ব্র্যাড পিটের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল তাঁর। ছিল বেশ কয়েকটি লিপলকের সিনও। তবে নায়িকা সে সবে সাবলীল ছিলেন না। তাই ওই লোভনীয় অফার ফিরিয়ে দিতে পিছপা হননি তিনি।

হাসপাতালে অন্বেষা
একই সঙ্গে ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত হয়েছে নায়িকা অন্বেষা হাজরা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অন্বেষা লিখেছেন, “ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়ে, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।” তবে আশার কথা, আগের থেকে ভাল আছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আবারও পর্দায় দেখা যাবে তাঁকে।

মুক্তি পাচ্ছে শাকিবের ছবি
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ‘তুফান’। ইদের আবহে শাকিব খান অভিনীত ছবিটি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলেছিল। বছরশেষে ঢালিউডে আরও এক বার বড় পর্দায় আসছেন শাকিব। শুক্রবার পড়শি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি নিয়ে আশাবাদী নির্মাতারা।

বিরক্ত নিমরত
গুরুনানক জয়ন্তী উপলক্ষে সকাল সকাল গুরুদ্বারে গিয়েছিলেন নিমরত কৌর। এদিন গুরুদ্বারের সামনে দেখেই পাপারাৎজিরা তাঁর নাম ধরে ডাকতেই বিরক্ত হন অভিনেত্রী। আঙুলের ইশারায় চুপ করার নির্দেশ দেন নিমরত।

এ কী বললেন পরম?
পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার এই ৪৩ বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষের একজন। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু।’

কটাক্ষের মুখে রূপসা
বৃহস্পতিবার শিশুদিবসে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন রূপসা চট্টোপাধ্যায়। মা হওয়ার খবরে যেখানে তাঁর হাসিখুশি থাকার কথা, সেখানেই তাঁর হবু সন্তানকে নিয়ে চলছে কাটাছেঁড়া। এই বিতর্ক কীভাবে সামাল দিচ্ছেন রূপসা? বললেন, ‘মানুষ লুকায় কখন, যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে। আমি তো কোনও ভুল করিনি, এটা আমার কাছে খুশির খবর।’

টিভিতে ফিরছেন যশ?
একসময় টেলিভিশনের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ২০১৩ সালে টেলি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন যশ। আবারও কি ফিরছেন টিভিতে? সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় যশকে বৃহস্পতিবার বলতে শোনা যায়, ‘আপনাদের সকলের জন্য একটা ভালো খবর আছে। আমি আবারও টেলিভিশনের পর্দায় ফিরছি।