২৫ লাখ নয়, প্রয়াত অনুরাগীর পরিবারকে কত টাকা দেওয়ার দাবি উঠল?
Allu Arjun: প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। সেই কাণ্ডে আটকও করা হয় পুষ্পা স্টারকে।
সদ্য ২০০০ কোটির দরজায় আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’। সেলিব্রেশনে সামিল সুপারস্টার এবার বিপত্তিতে। ছবি ঘিরে উত্তেজনাই হয় কাল। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। সেই কাণ্ডে আটকও করা হয় পুষ্পা স্টারকে।
এখানেই শেষ নয়, ৩৫ বছরের মহিলা অনুরাগীর সন্তানের এখন অবস্থা ভাল নয়। টানা ১৯ দিন ধরে সে হাসপাতালে ভর্তি। তাই মোটা টাকা ক্ষতিপূরণের দাবি তুললেন তেলঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি। এবার প্রকাশ্যে তিনি দাবি করেন ক্ষতিগ্রস্থ সেই পরিবারকে মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত আল্লু অর্জুনের। কত টাকা, তাও তিনি উল্লেখ করতে ভুললেন না। মা ও ছেলের জন্য ২০ কোটি টাকা করে দেওয়া উচিত বলে তাঁর মত। তবে আল্লু অর্জুনের পকেট থেকে নয়, ছবি মোটা টাকা আয় করছে বলে তিনি দাবি করেন কোমাতিরেড্ডি। তাঁর কথায়, “অল্লু অর্জুনকে সেই ঘটনার দিন প্রেক্ষাগৃহে আসতে নিষেধ করা হয়েছিল। কিন্তু, তা-ও তিনি এসেছিলেন। ভিড় উপচে পড়েছিল। তার ফলেই রেবতী নামে ওই মহিলার মৃত্যু হয়েছে। আর তাঁর পুত্র এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশের হুঁশিয়ারি সত্ত্বেও সেই দিন অল্লু এসেছিলেন। তাই এটা ওঁর গাফিলতি তো বটেই।”