১৩০০০ ফিট থেকে সোজা ঝাঁপ, দেবচন্দ্রিমার কাণ্ড দেখে চমকে গেলেন দর্শক

টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন মুম্বইয়ের বাসিন্দা। কথা হচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ দিলে অনেকেরই অনেক সময় হিংসা হয়। ধীরে ধীরে হিন্দি সিরিয়ালের জগতেও নিজের পসার জমাচ্ছেন অভিনেত্রী। সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত হিন্দি সিরিয়াল 'সুহাগন চুড়েল'।

১৩০০০ ফিট থেকে সোজা ঝাঁপ, দেবচন্দ্রিমার কাণ্ড দেখে চমকে গেলেন দর্শক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 5:12 PM

টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন মুম্বইয়ের বাসিন্দা। কথা হচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ দিলে অনেকেরই অনেক সময় হিংসা হয়। ধীরে ধীরে হিন্দি সিরিয়ালের জগতেও নিজের পসার জমাচ্ছেন অভিনেত্রী। সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত হিন্দি সিরিয়াল ‘সুহাগন চুড়েল’। আপাতত কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। কয়েক দিনের ছুটি কাটাতে তাই অভিনেত্রী পাড়ি দিয়েছেন দুবাই। বিমানবন্দরের বাইরে থেকেই নিজের বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে শুরু করেছেন তিনি। কখনও সুইম স্য়ুটে কখনও আবার বোরখা পরে ছবি পোস্ট করেছেন নায়িকা। এবার এক দারুণ ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী।

যেখানে দেখা যাচ্ছে দুবাইয়ের ১৩ হাজার ফিট উঁচু থেকে ঝাঁপ দিচ্ছেন নায়িকা। শুনলে অনেকেরই বুক কাঁপবে। কিন্তু নায়িকা বেশ খুশি। অনেক দিন থেকেই তাঁর স্কাই ডাইভিংয়ের শখ ছিল। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “ফিল দ্য ফিয়ার, ডু ইট অ্যানিওয়ে।” যার বাংলা করলে দাঁড়ায় ভয়কে অনুভব করো আর যে ভাবে হোক জয় করো। এর আগে অনেক বারই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। নায়িকার নানা ঘুরতে যাওয়ার ছবি দেখে তির্যক দৃষ্টিতে তাকিয়েছেন সবাই। কারও দাবি এত টাকা আসে কোথা থেকে। তবে এ বিষয়ে একবার অভিনেত্রী স্পষ্ট জবাব দেন যে তিনি কাউকে কোনও উত্তর দিতে বাধ্য নন। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন নায়িকা।