পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল, শিক্ষা ব্যবস্থায় বড় বদল

Education: বছর কয়েক আগে স্কুলশিক্ষার ক্ষেত্রে নিয়ম বদলে যায়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বর্তমানে কোনও পাশ-ফেল নেই। অর্থাৎ উত্তীর্ণ না হলেও পরবর্তী ক্লাসে পড়া যায়।

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল, শিক্ষা ব্যবস্থায় বড় বদল
ফাইল ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 5:22 PM

কলকাতা: স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র।

তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে দু’মাসের মধ‍্য সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে, যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে, তা খুঁজে বের করতে হবে। সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

শিক্ষাবিদ অভীক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, পড়ুয়ারা অকৃতকার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায়। শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিৎ নয় বলে মনে করেন তিনি।