AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন-প্রাণ ঢেলে দিয়েছিলেন, কোন নায়িকার জন্য সারাজীবন বিয়ে করলেন না রতন টাটা?

বয়স ৮৬। ভারতের অন্যতম ধনী ব্যক্তিত্ব, তথা শিল্পপতি রতন টাটার জীবনবোধ নিয়ে আলোচনার শেষ নেই। সর্বস্তরে তিনি সম্মানিত। প্রাণ শক্তিতে ভরপুর এই মানুষটির ব্যক্তিগত জীবনও কিন্তু যথেষ্ট আলোচিত। কখনই ধনীদের তালিকায় নেই তিনি। শোনা যায়, বসন্তে আগমন ঘটেছিল তাঁর জীবনেও।

মন-প্রাণ ঢেলে দিয়েছিলেন, কোন নায়িকার জন্য সারাজীবন বিয়ে করলেন না রতন টাটা?
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 9:37 PM
Share

বয়স ৮৬। ভারতের অন্যতম ধনী ব্যক্তিত্ব, তথা শিল্পপতি রতন টাটার জীবনবোধ নিয়ে আলোচনার শেষ নেই। সর্বস্তরে তিনি সম্মানিত। প্রাণ শক্তিতে ভরপুর এই মানুষটির ব্যক্তিগত জীবনও কিন্তু যথেষ্ট আলোচিত। কখনই ধনীদের তালিকায় নেই তিনি। শোনা যায়, বসন্তে আগমন ঘটেছিল তাঁর জীবনেও। বলিউডের বিউটির রূপে ঘায়েল হয়েছিলেন তিনিও। তবে বিয়ে অবধি সম্পর্ক গড়াতে না গড়াতেই শেষ হয়ে যায় সবকিছু। শোনা যায়, বসন্তে আগমন ঘটেছিল তাঁর জীবনেও। বলিউডের বিউটির রূপে ঘায়েল হয়েছিলেন তিনিও। তবে বিয়ে অবধি সম্পর্ক গড়াতে না গড়াতেই শেষ হয়ে যায় সবকিছু। কে সেই সুন্দরী যার রূপ মন টেনেছিল রতন টাটারও? ৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার প্রাক্তন। এর পর পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে।

যে ছবির মধ্যে দিয়ে খুব কম বয়সেই তিনি নজর কেড়েছিলেন তা হল ‘টারজান গোজ টু ইন্ডিয়া’। এরপর একে একে ষাট এবং সত্তরের দশকে তিনি মেহবুব খানের ‘সন অব ইন্ডিয়া’ (১৯৬২), রাজ খোসলার ‘দো বাদান’ (১৯৬৬), রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ (১৯৭০), সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০)-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? পরবর্তীতে তাঁর এক চ্যাটশো ব্যাপক জনপ্রিয়ও হয়ে ওঠে। হ্যাঁ ঠিকই ধরেছেন। তিনি বলিউডের বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী সিমি গারেওয়াল। । তাঁর সঙ্গে প্রেম ছিল টাটার, শোনা যায় এমনটাই। পরবর্তীকালে টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, “রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভাল মানুষ। ওঁর মধ্যে একটা হাস্যরস আছে। ও একজন ভদ্রলোক। টাকা পয়সা কখনও ওর কাছে মুখ্য ছিল না।”