AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাড়ি কিনেই এমন ব্যবহার!’ মেয়ে আলিয়ার উপর অভিমান মহেশের

Alia-Mahesh: একটু সাবলম্বী হলেই সন্তানেরা নিজেদের বাড়ি কিনে নিজের সংসার গুছিয়ে নেয়। বর্তমানে বলিপাড়ায় ট্রেন্ড এমনই। আলিয়া ভাট থেকে অনন্যা পাণ্ডে প্রত্যেকে কেরিয়ারে কয়েক বছর যেতে না যেতেই নিজের বিলাসবহুল বাড়ি কিনেছেন। নায়িকাদের বিলাসবহুল সম্পত্তির কথা মোটামুটি সকলেরই জানা। কিন্তু এটা কি জানেন তাঁদের আলিয়ার বাড়ি কেনার পর খুবই দুঃখ পেয়েছিলেন তাঁর বাবা মহেশ ভাট।

'বাড়ি কিনেই এমন ব্যবহার!' মেয়ে আলিয়ার উপর অভিমান মহেশের
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 5:24 PM
Share

একটু সাবলম্বী হলেই সন্তানেরা নিজেদের বাড়ি কিনে নিজের সংসার গুছিয়ে নেয়। বর্তমানে বলিপাড়ায় ট্রেন্ড এমনই। আলিয়া ভাট থেকে অনন্যা পাণ্ডে প্রত্যেকে কেরিয়ারে কয়েক বছর যেতে না যেতেই নিজের বিলাসবহুল বাড়ি কিনেছেন। নায়িকাদের বিলাসবহুল সম্পত্তির কথা মোটামুটি সকলেরই জানা। কিন্তু এটা কি জানেন তাঁদের আলিয়ার বাড়ি কেনার পর খুবই দুঃখ পেয়েছিলেন তাঁর বাবা মহেশ ভাট। এক সাক্ষাত্‍কারে সে কথাই বলেন প্রবীণ পরিচালক। কেরিয়ারের প্রথমে কয়েকটি হিট সিনেমার পরেই নিজের বাড়ি কেনার সিদ্ধান্ত নেন আলিয়া।

তার পরেই বাবার সঙ্গে যে ব্যবহার করেছিলেন নায়িকা, তেমনটা আশা করেননি মহেশ। যদিও নিজের খারাপ লাগার কথা তিনি প্রকাশ্যে কখনও বলেননি। তবে ভাট পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, খুব দুঃখ পেয়েছিলেন মহেশ। বলি সূত্রে খবর, নতুন বাড়ি কেনার পর খুবই উত্তেজিত হয়ে বাবাকে তাঁর বাড়িতে নিয়ে যান আলিয়া। মেয়ের সঙ্গে আনন্দ সহকারে তাঁর নতুন বাড়ি দেখতে যান মহেশ। তিনি আশা করেছিলেন যে মেয়ে হয়তো নিজের বাড়িতে তাঁর জন্য় একটা ঘর রেখেছেন। আশা করেছিলেন এমনটাই। কিন্তু ঘটল উল্টোটা। আলিয়াকে প্রশ্ন করে বসেন তাঁর ঘর কোনটা। তখন নায়িকা বুঝতে পারেননি যে কী উত্তর দেবেন মহেশকে। পরিচালক বলেন, “আমি আশা করেছিলাম আমার একটা ঘর থাকবে ওর বাড়িতে। খুব দুঃখ হয়েছিল।”

উল্লেখ্য, এই মুহূর্তে সাফল্যের মধ্যগগনে আলিয়া। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। মেয়ে রাহার জন্মের পর কেরিয়ার যেন এগিয়েছে তড়তড়িয়ে। কাজ না থাকলে মেয়েকে নিয়েই কেটে যা তাঁর দিনের অর্ধেকটা। তবে বেশির ভাগ সময়ই রাহাকে দেখা যায় তার বাবা রণবীর কাপুরের কোলে। বাবা-মেয়ের জুটি রীতিমতো হিট। তবে বর্তমানে গোটা পরিবারের সঙ্গে অনেক সময়ই সুসময় কাটাতে দেখা যায় নায়িকাকে। বলা যেতে পারে বর্তমানে স্বামী, মেয়ে এবং গোটা পরিবারকে নিয়ে সুখেই আছেন আলিয়া।