ছ’মাস বয়সেই প্রথম পার্টি করল ইউভান!
ইউভান এই বয়সেই পার্টি করে ফেলল। তার প্রথম পার্টির ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘ও ওর প্রথম পার্টি এনজয় করেছে।’ বন্ধুদের সঙ্গে শুভশ্রীও ফ্রেমবন্দি হয়েছেন।
সাদা টুপিতে লেখা ‘মিকি’। নীল-সাদা টিশার্ট। উপরে সাদা শার্ট। নীল জিন্স। হলুদ রঙ চেয়ারে বসে অবাক হয়ে যে তাকিয়ে রয়েছে তার বয়স ছয় মাসের কিছু বেশি। কিন্তু এর মধ্যেই সে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। কারণ সে অর্থাৎ ইউভান। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একমাত্র সন্তান।
এ হেন ইউভান এই বয়সেই পার্টি করে ফেলল। তার প্রথম পার্টির ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘ও ওর প্রথম পার্টি এনজয় করেছে।’ বন্ধুদের সঙ্গে শুভশ্রীও ফ্রেমবন্দি হয়েছেন। সব সময়ের মতোই তিনি ধরা দিয়েছেন ফ্যাশনেবল এবং গ্ল্যামারাস লুকে।
View this post on Instagram
দিন কয়েক আগেই রাজের হালিশহরের বাড়িতে ইউভানের অন্নপ্রাশনের আয়োজন হয়েছিল। সেখানকার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিয়ো আকারে শেয়ার করেছিলেন শুভশ্রী। গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় সে। রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের ছবি এবং ভিডিও শেয়ার করেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।
আরও পড়ুন, প্রীতি-রাহুলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ! কী করছেন দম্পতি?
ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী। আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। জমে থাকা ছবির কাজ শেষ করতে ফ্লোরে ফিরছেন। অন্য দিকে রাজ আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী কয়েকটা দিন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন তিনি।