Explained: Ready-To-Eat খাবার খেলে ক্যান্সার?
ধোঁয়া ওঠা নুডলস থেকে আস্ত লাঞ্চ বা স্রেফ স্যালাড। সব-ই এখন শপিং মলে - 'রেডি টু ইট' সেকশনে দেদার বিক্রি হচ্ছে। প্রতিদিন ক চামচ করে রেডি টু ইট বা আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া উচিত? বেশি খেলে কী বিপদ? বিপদের মুখে কারা দাঁড়িয়ে?

ব্যস্ততায় ভরা প্রত্যেকদিনের জীবনে ‘রেডি টু ইট‘ মিল এখন অনেকেরই বড় ভরসা। বাজার করার ঝক্কি নেই, কাটাকুটি, ধোয়াধুয়ি নেই। শুধু কিনে আনা প্যাকেট থেকে বার করো, গ্যাসে চাপাও বা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দাও। ব্যাস। ধোঁয়া ওঠা নুডলস থেকে আস্ত লাঞ্চ বা স্রেফ স্যালাড। সব-ই এখন শপিং মলে – ‘রেডি টু ইট’ সেকশনে দেদার বিক্রি হচ্ছে। কিন্তু এই ২ মিনিটের নুডলস, ওটস, মাছ, মাংসে-ই ওঁত পেতে বসে বিপদ। নয়া এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। গ্রেটার বস্টনের অলাভজনক সংস্থা ‘মাস জেনারেল ব্রিগ-হ্যাম’-এর গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। সারাদিনে দশ চামচের বেশি ‘রেডি টু ইট’ বা ‘আল্ট্রা প্রসেসড’ খাবার ডেকে আনছে কোলন...
