AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Relationship: কোন দেশের মানুষের যৌন জীবন সবচেয়ে বেশি সুখের? কী বলছে সমীক্ষা?

Physical Relationship: ২০১৩ সালে এই বিষয়ে একই সমীক্ষা চালায় বেসরকারী এক সংস্থা। যেখানে তারা দেখে কোন দেশের মানুষ যৌনতায় সবচেয়ে বেশি তৃপ্ত! জানেন কী বলছে সেই তালিকা?

Physical Relationship: কোন দেশের মানুষের যৌন জীবন সবচেয়ে বেশি সুখের? কী বলছে সমীক্ষা?
Image Credit: Getty Images
| Updated on: Nov 05, 2024 | 7:52 PM
Share

মানুষের আগ্রহ অনেক, তবু আজও প্রকাশ্যে কথা বলতে গিয়ে পিছিয়ে আসে অনেকেই। যৌন সুখ বিষয়টি নিয়েও তেমনই কথা বলতে লজ্জা পান বেশিরভাগ মানুষ। তবে ২০১৩ সালে এই বিষয়ে একই সমীক্ষা চালায় বেসরকারী এক সংস্থা। যেখানে তারা দেখে কোন দেশের মানুষ যৌনতায় সবচেয়ে বেশি তৃপ্ত! জানেন কী বলছে সেই তালিকা?

যে সব দেশের মানুষের যৌনজীবন অত্যন্ত সুখের তার মধ্যে প্রথম হল সুইৎজারল্যান্ড। ওই সমীক্ষা অনুযায়ী ২১ শতাংশ সুইস নাগরিকের যৌনজীবন চূড়ান্ত সুখের। ৩১ শতাংশ মানুষ প্রকাশ্যে যৌনতায় লিপ্ত হয়েছেন।

সেই তালিকায় ওপরের দিকে রয়েছে পশ্চিমের আরেক দেশ। দেখা গিয়েছে স্প্যানিশ নাগরিকদের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষের যৌনজীবন অত্যন্ত তৃপ্তিদায়ক।

প্রাকৃতিক দিক থেকে অপরূপ সৌন্দর্যের অধিকারী ইতালি। আবার ফুটবলের মাঠেও খেলা দেখাতে কম যায় না এই দেশ। ভাল খাবার, উচ্চ মানের ওয়াইন এই দেশের সম্পদ। তেমনই এখানকার মানুষের কিন্তু যৌনজীবন কিন্তু অত্যন্ত সুখের।

হলুদ জার্সির দেশ ব্রাজিল। ব্রাজিলের ফুটবল টিমের ফ্যান ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। সমীক্ষা বলছে এই দেশের ৮২ শতাংশ মানুষই নাকি সপ্তাহে অন্তত একবার হলেও লিপ্ত হন শারীরিক সম্পর্কে। এখানকার মানুষদের যৌন জীবন বেশ সুখের।

প্রেমের জন্য আদর্শ দেশ গ্রিস। এখানকার সুন্দর মনোরম জলবায়ুতে প্রেম নিয়ে কিন্তু ঢাক গুড়গুড় নেই কোনও কালেই। ইদানীং জলবায়ুর কারণেই গ্রিসে জমি কেনার হিড়িক বেড়েছে বিত্তবানদের মধ্যে। সমীক্ষা বলছে এই দেশের মানুষরাও নাকি যৌনজীবনে অত্যন্ত সুখী।