Mahakumbh Viral Moments: মহাকুম্ভের দশটি মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল…
Maha Kumbh Mela 2025: প্রয়াগরাজেও তেমনই হয়েছে। এ ছাড়া সাধু-সন্ন্যাসীরা তো রয়েইছেন। কোটি কোটি মানুষের সমাগমে কিছু দুর্ঘটনাও ঘটেছে। তেমনই নানা মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ও তুলেছিল। তেমনই ১০টি মুহূর্ত তুলে ধরা হল।

Image Credit source: TV9 Network
মহাকুম্ভ মেলা শেষ হল। দীর্ঘ ৪৫ দিন ধরে চলেছে এই মেলা। এক যুগ পরপর মহাকুম্ভ হয়। দেশ-বিদেশের কোটি কোটি পুণ্যার্থী আসেন। এ বার প্রয়াগরাজেও তেমনই হয়েছে। এ ছাড়া সাধু-সন্ন্যাসীরা তো রয়েইছেন। কোটি কোটি মানুষের সমাগমে কিছু দুর্ঘটনাও ঘটেছে। তেমনই নানা মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ও তুলেছিল। তেমনই ১০টি মুহূর্ত তুলে ধরা হল।
ফিরে দেখা যাক সেই ১০টি মুহূর্ত-
- মোনালিসা- মধ্য প্রদেশের এক তরুণী মোনালিসা ভোসলে। মাত্র ১৬ বছর বয়স। তার চোখ দুটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। শুধু তাই নয়, পরবর্তীতে সিনেমারও প্রস্তাব পেয়েছেন। অদূর ভবিষ্যতে তারকা হিসেবেই দেখা যেতে পারে।
- IIT বাবা। অভয় সিং। যিনি আইআইটি বাবা নামে পরিচিত হয়ে উঠেছেন। এই সন্ন্যাসীর শিক্ষাগত যোগ্যতা সকলের চোখ কপালে তুলেছিল। মহাকুম্ভে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন।
- রামদেব বাবার হেয়ার ফ্লিপ-মহাকুম্ভে সঙ্গমে ডুব দিয়ে ওঠার সময় তাঁর চুল লাগে অন্য এক সাধুর। যেন চুল দিয়ে মেরেছেন। যদিও তা একেবারেই ইচ্ছাকৃত নয়। চুল বড় হওয়ায় এমনটা হয়েছে। সেই ভিডিয়ো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। বলিউড তারকা হেমা মালিনিও হাসি আটকাতে পারেননি।
- ভার্চুয়াল গঙ্গাস্নান! কোভিডের সময় ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে পরিচয় প্রায় সকলেরই হয়েছে। তাই বলে ভার্চুয়াল স্নান! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। যেখানে দেখা যায়, এক মহিলা তাঁর স্বামীকে ভিডিয়ো কলে কুম্ভ স্নান করাতে ফোনটিকেই জলে ডোবান।
- মিরর-মেকআপ: মহাকুম্ভে এমন দৃশ্যও ধরা পড়েছে। এক মহিলা মেক আপ করছিলেন। আয়না ধরে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্বামী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিড়ের মধ্যেও স্বামীর ধৈর্য এবং তাঁদের ভালোবাসায় মুগ্ধ হয়েছিল নেটদুনিয়া।
- কুম্ভে হ্যারি পটার- মহাকুম্ভে এক ব্যক্তির দেখা মেলে যিনি হলিউডের কাল্পনিক চরিত্র হ্যারি পটারের মতো দেখতে। কুম্ভমেলায় প্রসাদ খাচ্ছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়। একজন তো জিজ্ঞেস করেছিলেন, তিনিই হ্যারি পটার কি না!
- দাঁত মাজার জন্য নিম গাছের (সম্ভবত) ডাল ছোট ছোট করে কেটে কুম্ভে বিক্রি করছিলেন একজন। যখন তিনি জানান, কয়েক দিনের মধ্যেই ৪০ হাজার টাকা উপার্জন করেছেন, শুনেই চোখ কপালে উঠেছিল অনেকের। বিষয়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছিল, যখন তিনি বলেন, তাঁর প্রেমিকাই এই ব্য়বসার কথা বলেছিল।
- নৌকা ‘বিহার’- মহাকুম্ভের অন্যতম স্মরণীয় মহূর্ত। কোনও ট্রাফিক জ্যাম, ভিড়ের বালাই নেই। বিহার থেকে নৌকোয় ৫৫০ কিমি দূরত্ব অতিক্রম করে মহাকুম্ভে হাজির হয়েছিলেন পুণ্যার্থীরা।
- ডিজিটাল স্নান- এক মহিলা যেমন স্বামীকে কুম্ভস্নান করাতে ভিডিয়ো কল এক ফোনটিকেই জলে ডুবিয়েছিলেন, তেমনই ডিজিটাল স্নানও দেখা গিয়েছে। এমন অনেক ব্যক্তি যাঁদের ইচ্ছে ছিল কুম্ভে যাবেন, কিন্তু পারেননি। এমন অনেকের ছবি নিয়ে তা সঙ্গমে ডুবিয়ে ডিজিটাল স্নান করিয়ে ভাইরাল হন দীপক গোয়েল নামের এক ব্যক্তি। এক ডুবের জন্য ১১০০ টাকা চার্জও নিয়েছেন।
- মাতৃভক্তি- মহাকুম্ভের অন্যতম মন জয় করা মুহূর্ত। মায়ের বয়স ৯২ বছর। হাতে টানা রিক্সায় মাকে মহাকুম্ভে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় মন জয় করে নিয়েছিল এই মুহূর্ত।

দাঁত দিয়ে নখ কেটে চিবোন? এই গ্রহের যা প্রভাব পড়ছে শুনলে চমকে যাবেন

নামে ঢেঁড়শ হলেও কাজে নয়, গরমে এই সবজি রোজ খেলে জানেন কী হবে?

গরমে ফ্যাশনে স্কার্ফ মাস্ট, কলকাতার কোন বাজারে পাবেন সস্তায়?

সুনীতারা যে ড্রাগন ক্যাপসুলে ফিরলেন, তার ভাড়া কত জানেন?

গ্রীষ্মকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?