চেপে জাপ্টে ধরে, সারা শরীরে ঘুরছিল হাত…স্কুলের ভিতরেই শিক্ষকের লালসার শিকার নাবালিকা

Physical Assault: সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করে স্কুলের এক শিক্ষক। চলতি সপ্তাহের বুধবার ওই নাবালিকা প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ জানায় এবং গোটা ঘটনাটি খুলে বলে।

চেপে জাপ্টে ধরে, সারা শরীরে ঘুরছিল হাত...স্কুলের ভিতরেই শিক্ষকের লালসার শিকার নাবালিকা
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Aug 16, 2024 | 2:11 PM

মুম্বই: কোথায় সুরক্ষিত নারীরা? আরজি কর কাণ্ডের পর এই প্রশ্নই উঠে আসছে বারবার। এরইমধ্যে উত্তর প্রদেশেও এক নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এবার লালসা থেকে রক্ষা পেল না ১১ বছরের নাবালিকাও। তাও আবার ওই নাবালিকাকে যৌন নির্যাতন করল তাঁরই স্কুলের এক শিক্ষক।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালিতে। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করে স্কুলের এক শিক্ষক। চলতি সপ্তাহের বুধবার ওই নাবালিকা প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ জানায় এবং গোটা ঘটনাটি খুলে বলে।

ওই নাবালিকার বয়ান অনুযায়ী, গত জুলাই মাসে একদিন স্কুল শেষ হওয়ার সময় ওই নাবালিকাকে ক্লাসরুমে ডাকেন অভিযুক্ত শিক্ষক। এরপরই ওই নাবালিকাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন। ছাত্রী আপত্তি করলেও থামেননি শিক্ষক।

সম্প্রতিই নাবালিকা স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালে, তিনি ওই নাবালিকার পরিবারকে খবর দেন। এরপরই ছাত্রীর পরিবার পুলিশে অভিযোগ জানান। নির্যাতিতার বয়ান অনুযায়ী, পুলিশ পকসো আইনের অধীনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই শিক্ষককে তলব করা হয়েছে জেরার জন্য। স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)