AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার্ফুর নিয়ম ভেঙে সবজি বিক্রির ‘অপরাধে’ থানায় নিয়ে গিয়ে নির্মম মার, কিশোরের মৃত্যুতে উত্তাল উন্নাও

মৃত কিশোরের পরিবারের অভিযোগ, থানায় প্রচন্ড মারধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কার্ফুর নিয়ম ভেঙে সবজি বিক্রির 'অপরাধে' থানায় নিয়ে গিয়ে নির্মম মার, কিশোরের মৃত্যুতে উত্তাল উন্নাও
প্রতীকী চিত্র।
| Updated on: May 22, 2021 | 10:52 AM
Share

লখনউ: করোনা কার্ফু ভেঙে সবজি বিক্রি করছিল ১৭ বছরের এক কিশোর। এই অপরাধেই থানায় তুলে নিয়ে এসে মারধর করা হয় তাঁকে। তবে প্রচন্ড মারধরে অবস্থা খারাপ হতেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় দুই কনস্টেবল ও একজন হোমগার্ডকে সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও জেলায়।

স্থানীয় জানা গিয়েছে, উন্নাও জেলার বাঙ্গরমউ শহরের বাসিন্দা ওই কিশোর বাড়ির সামনেই সবজি বিক্রি করছিল। শহরে করোনা কার্ফু ঠিক মতো মানা হচ্ছে কিনা, তা দেখতে টহল দিচ্ছিল পুলিশ। নির্ধারিত সময় অতিক্রম হয়ে যাওয়ার পরও বাড়ির বাইরে সবজি বিক্রি করার অপরাধে তাঁকে পুলিশ থানায় তুলে নিয়ে যায় এবং সেখানে প্রচন্ড মারধর করা হয়।

মৃত কিশোরের পরিবারের অভিযোগ, থানায় প্রচন্ড মারধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের মৃত্যুর পরই স্থানীয় বাসিন্দারা লখনউ রোড ক্রসিং আটকে অভিযুক্তদের শাস্তি এবং মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও শাস্তির দাবি জানায়।

এরপরই উত্তর প্রদেশ পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “লকডাউনের নিয়ম ভঙ্গ করায় এক কিশোরকে তুলে আনা হয়। থানায় আনার পরই তাঁর শারীরিক অবস্থা খারাপ হয় এবং তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ওই কিশোরের মৃত্যু হয়। মারধরের ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই কনস্টেবল ও একজনকে হোমগার্ডকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ফের কেঁপে উঠল লাদাখ, পরপর দু’দিন ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা