Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teacher assaulted case: বাড়িতে পড়তে এসে শিক্ষিকার স্নানের ভিডিয়ো তুলে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ছাত্রের!

Teacher assaulted case: কী হয়েছিল? পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র টিউশন পড়তে আসত শিক্ষিকার বাড়িতে। কোনও একদিন গোপনে শিক্ষিকার স্নানের ভিডিয়ো রেকর্ড করে সে।

Teacher assaulted case: বাড়িতে পড়তে এসে শিক্ষিকার স্নানের ভিডিয়ো তুলে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ছাত্রের!
প্রতীকী ছবিImage Credit source: Zero Creatives/Connect Images/Getty Images
Follow Us:
| Updated on: Oct 06, 2024 | 1:56 PM

আগ্রা: শিক্ষিকার বাড়িতে পড়তে এসে শিক্ষিকারই স্নানের ভিডিয়ো তৈরির অভিযোগ উঠল ছাত্রের বিরুদ্ধে। শুধু এখানেই থেমে থাকেনি, সেই ছাত্র ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। অভিযোগ শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় ওই ছাত্র। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত ছাত্র-সহ ৪ জনকে। ঘটনাটি আগ্রার।

কী হয়েছিল? পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র টিউশন পড়তে আসত শিক্ষিকার বাড়িতে। কোনও একদিন গোপনে শিক্ষিকার স্নানের ভিডিয়ো রেকর্ড করে সে। তারপর সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করে। শারীরিক সম্পর্ক স্থাপন প্রস্তাব দেয়। শিক্ষিকা সেই প্রস্তাবে সাড়া না দিলে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় ওই ছাত্র। জানা যায়, এরপর শিক্ষিকা অবসাদে ভুগতে থাকেন। আত্মহত্যারও চেষ্টা করেন। 

এই ঘটনায় শুধু অভিযুক্ত ছাত্র যুক্ত ছিল না বলে জানা গিয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে আরও ৩ ছাত্র যুক্ত ছিল। যার মধ্যে একজন দশম শ্রেণিতে পড়ে বলে জানা যায়। শিক্ষিকা যখন তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই সময় ‘মিশন শক্তি’ নামে এক সংগঠন যোগাযোগ করে ওই শিক্ষিকার সঙ্গে। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় ৪ অভিযুক্তকে। 

শিক্ষিকার সঙ্গে এমন কাণ্ড ঘটানোয় নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথায় যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। শিক্ষক-ছাত্রের সম্পর্কই বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখতে নারাজ সমাজকর্মীরা।