এক দশকের বেশি সময় ধরে ডিজিটাল সাংবাদিকতায়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ- চেষ্টা করি সব কাজ করার। তবে, সারাদিন সবথেকে বেশি সময় খরচ হয়, খবরের অলিগলি থেকে খবর বার করা। তারপর হেডলাইন। দারুণ লাগে, হেডলাইনে ‘হেড মারতে’। ট্রাফিক জ্যামের কচকচালি, SEO-র ফন্দি ফিকির, গ্রাফিক্সের কারসাজি এসবও চলতে থাকে সারাদিন। অবসর সময়ে ফেলে আসা খবরে ফিরে যেতে ভাল লাগে। পুরনো কাগজ, রাজনীতির বই পড়তে বেশ লাগে। তার ফাঁকে কবিতা, গল্প লেখা। এভাবেই যাচ্ছে কেটে…