Historic blunder and Jyoti Basu: জ্যোতি বসুকে কেন প্রধানমন্ত্রী করা হয়নি? সত্যিই কি ‘ঐতিহাসিক ভুল’ ছিল?
PM Proposal for Jyoti Basu: ১৯৯৬ সালের ১১ মে। ক্ষমতা যখন দুয়ারে কড়া নাড়ছে, দিল্লিতে দু’দিন ধরে বসেছে পলিটব্যুরোর বৈঠক। আলোচনার বিষয়বস্তু, কংগ্রেসের সমর্থন নিয়ে তৃতীয় ফ্রন্টের সরকার গঠন। সেই সরকারে সিপিএম-এর ভূমিকা এবং জ্যোতি বসু প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা!

কাটা ঘায়ে নুনের ছিটের মতো শনিবার সীতারাম ইয়েচুরির স্মরণসভায় বিতর্ক উস্কে দিয়েছিলেন ছিয়াশি বছরের ফারুক আবদুল্লা। যে দিন ভাল ভাল কথা বলাই রীতি, সেদিন উল্টো গেয়ে ফেলেছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু যা সত্য, তা তো যে কোনও মুহূর্তেই বেরিয়ে আসতে পারে। স্থান-কাল-পাত্র ভেবে বা দিনক্ষণ পাঁজি দেখে যে আসে না তার প্রমাণ সেদিনের দিল্লির তালকাটোরা স্টেডিয়াম। ১৯৯৬ সালে ‘সোনার হরিণ’ হাত ছাড়া হওয়ার প্রসঙ্গ বেশ অযাচিতভাবেই সীতারামের স্মরণসভায় তুললেন ন্যাশনাল কনফারেন্সের ‘ঠোঁটকাটা’ নেতা ফারুখ আবদুল্লা। সভায় উপস্থিত অনেকেই সিপিএমের বা বলা ভাল বামফ্রন্টের ‘সোনার হরিণ’ হাতছাড়া হওয়ার সাক্ষী। আবদুল্লা বললেন, “যখন আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ভারতের প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম, তখন এই দলের নেতারা তাতে সায় দেননি।” হঠাৎ এ প্রসঙ্গ তুললেন কেন? স্মরণ যদি করতেই হয়, সত্যকেই স্মরণ করা উচিত, তাই হয়ত আবদুল্লা শুধু সীতারামের ভালটাই স্মরণ করেননি, তার পিছনে যে বিতর্ক, সেটাও মনে করিয়ে দিয়েছেন সবার সামনে। জ্যোতি বসু কেন প্রধানমন্ত্রী হতে পারেননি, তার অন্তরায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে...





