Physical Harassment: উল্টোডাঙায় বাউল শিল্পীকে ধর্ষণের দায়ে ৭ বছরের কারাদণ্ড
Physical Harassment: নির্যাতিতা মহিলা জানিয়েছিলেন, তিনি একজন সরকারি অনুদানপ্রাপ্ত বাউলশিল্পী। ঘটনার দিন ডালপট্টি থেকে ফেরার সময় কলকাতা স্টেশনের পাশে ক্যানেলের ধার বরাবর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রাস্তার ওই এলাকায় তখন লোকজন খুব বেশি ছিল না। আকাশের অবস্থাও ভাল ছিল না। বৃষ্টি পড়ছিল অঝোরে। সেই সময় মহিলা রাস্তার ধারে একটি শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন।

কলকাতা: উল্টোডাঙায় বাউল শিল্পীকে ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত দীপু দলুইকে ৭ বছরের কারাদণ্ড দিল শিয়ালদহ আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেন। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন উল্টোডাঙা মহিলা থাকার সাব ইন্সপেক্টর বনশ্রী দত্ত। তদন্ত মনিটর করেছেন ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায় ও সুবর্ণ দত্ত চৌধুরী।
উল্টোডাঙায় বাউলশিল্পীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের জুলাই মাসে। নির্যাতিতা মহিলা জানিয়েছিলেন, তিনি একজন সরকারি অনুদানপ্রাপ্ত বাউলশিল্পী। ঘটনার দিন ডালপট্টি থেকে ফেরার সময় কলকাতা স্টেশনের পাশে ক্যানেলের ধার বরাবর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রাস্তার ওই এলাকায় তখন লোকজন খুব বেশি ছিল না। আকাশের অবস্থাও ভাল ছিল না। বৃষ্টি পড়ছিল অঝোরে। সেই সময় মহিলা রাস্তার ধারে একটি শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন।
তখনই এক দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে বলে অভিযোগ। এরপর তাঁর গলায় ব্লেড জাতীয় ধারাল বস্তু ধরে ভয় দেখায় এবং তাঁকে টেনে নিয়ে যায় নির্জন একটি স্থানে। মহিলার কানে সোনার অলঙ্কার ছিল। সঙ্গে ছিল প্রায় আড়াই হাজার টাকা। সেই সব কেড়ে নেয় দুষ্কৃতী। এরপর শুরু হয় পাশবিক অত্যাচার। ঘটনার জেরে জ্ঞান হারিয়ে ফেরেছিলেন মহিলা। যখন জ্ঞান ফেরে, তখন ঘড়িতে সাড়ে পাঁচটা। মহিলার পোশাক ছেঁড়া। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছন তিনি।
এই খবরটিও পড়ুন




ওই ধর্ষণের মামলাতেই আড়াই বছরের বেশি সময় পর ধৃতকে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। এবং তাকে সাত বছরের কারাদণ্ড দিল।





