Manik Bhattacharya: হাইকোর্টে যেতেই মানিকের পায়ে হাত দিয়ে প্রণাম আইনজীবীর, ‘লন্ডনের বাড়ি’ নিয়ে কথা হল ঘনিষ্ঠ মহলে
Manik Bhattacharya: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, লন্ডনে মানিকের বাড়ি আছে। জেলে থাকাকালীনই মানিক বলেছিলেন, লন্ডনে তাঁর বাড়ি নেই, ২টি পাসপোর্টও নেই। যদি তা থাকে, তাহলে তাঁকে ফাঁসি দেওয়া হোক।

কলকাতা: জামিন পেয়েছেন কয়েকদিন আগেই। আজ ফের কলকাতা হাইকোর্টে দেখা গেল তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। সদ্য জেলমুক্ত মানিককে হাইকোর্টে বেশ কয়েক ঘণ্টা থাকতে দেখা গেল সোমবার।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল মামলাকারীরা। হাইকোর্টের নির্দেশের পর ইডি গ্রেফতার করে তাঁকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, লন্ডনে মানিকের বাড়ি আছে। জেলে থাকাকালীনই মানিক বলেছিলেন, লন্ডনে তাঁর বাড়ি নেই, ২টি পাসপোর্টও নেই। যদি তা থাকে, তাহলে তাঁকে ফাঁসি দেওয়া হোক।
সে সব এখন অতীত। এদিন মানিক হাইকোর্টে পৌঁছনোর পর দেখা যায় বেশ কয়েকজন আইনজীবী তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। মানিককে দেখা যায় তাঁদের সঙ্গে কথা বলতে। ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলার সময় মানিক বলেন, “যিনি মন্তব্য করেছিলেন তিনি তো এখন বিজেপির এমপি। তাঁর আরও অনেক সোর্স আছে। উনি একটু যদি বলে দেন, লন্ডনে আমার কোথায় বাড়ি ছিল? আর কে আমার প্রতিবেশী।”
উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন শুনানিতে সিবিআই-কে বলেছিলেন, কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি। শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি। সেই প্রসঙ্গেই আজ পরিচিতদের সঙ্গে কথা বলেন মানিক। তিনি জানান, ইডি কিছুই প্রমাণ করতে পারেনি, বেআইনি নিয়োগ করেছি এমন একটাও প্রমাণ আনতে পারেনি ইডি। মানিক ভট্টাতার্যের আশা, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি পার্থও দ্রুত মুক্তি পাবেন।





