২২ বছর পর দ্বিতীয়বার বাবা হচ্ছেন আরবাজ? সলমনের পরিবারে নতুন সদস্য!
পাপারাৎজিদের সামনে দেখেও তিনি স্ত্রীর সঙ্গে পোজ় দিতে রাজি ছিলেন না। এই ঘটনা অতীতে কখনও ঘটেনি। এদিন আরবাজকে দেখা যায় তড়িঘড়ি তাঁর স্ত্রীকে ভেতরে পাঠিয়ে দিতে। সুরাও যেন এদিন পালিয়ে বাঁচেন।

সলমন খান এখন চর্চায়। কারণ ইদে তিনি অনুরাগীদের উপহারে দিয়েছেন সিকন্দর ছবি। যদিও সেই ছবি নিয়ে বক্স অফিসে কোনও সাড়াও পাওয়া যাচ্ছে না। সলমনের কেরিয়ারে এই ছবি যেন আরও এক ফ্লপ। তবে এই বাজারেও কি খুশির হাওয়া খান পরিবারে? আবারও বাবা হতে চলেছেন আরবাজ খান! সম্প্রতি এই খবরই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইদের পার্টিতে দ্বিতীয় স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির হতে দেখা যায় আরবাজ খানকে। তবে পাপারাৎজিদের সামনে দেখেও তিনি স্ত্রীর সঙ্গে পোজ় দিতে রাজি ছিলেন না। এই ঘটনা অতীতে কখনও ঘটেনি। এদিন আরবাজকে দেখা যায় তড়িঘড়ি তাঁর স্ত্রীকে ভেতরে পাঠিয়ে দিতে। সুরাও যেন এদিন পালিয়ে বাঁচেন।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে যায় আবারও বাবা হতে চলেছেন আরবাজ। টানা ২২ বছর পর। মালাইকা আরোরাকে বিয়ের পর তাঁদের এক সন্তান হয়। সেই ছেলেও গ্যালাক্সিতেই থাকে সলমন খান ও আরবাজের সঙ্গে। এবার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে?
যদিও এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। কারণ সুরার কোনও বেবিবাম্পের ছবি সামনে আসেনি। পাশাপাশি এই বিষয় কেউ মুখও খোলেননি, তাই এই খবরে এখনই সিলমোহর দেওয়া যাচ্ছে না। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। সুরা আরবাজের থেকে ২২ বছরের ছোট।





