কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির এ কোন ছবি এল সামনে?
সোশ্যাল মিডিয়ায় আজও ট্রেন্ডে এই জুটি। মাঝে মধ্যেই একের পর এক এক ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায় তাঁদের। এবার কাঞ্চনের গ্ল্যামার নিয়েও কথা বলতে দেখা গেল শ্রীময়ীকে।

অপেক্ষার অবসান। অবশেষে মেয়ের মুখ দেখালেন শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক? বহুদিন ধরে নেটপাড়া অপেক্ষায় রয়েছে এই জুটির মেয়েকে দেখার জন্য়ে। তবে এখনও মেলেনি কৃষভির দর্শন। যদিও শ্রীময়ীর বাড়ি গিয়ে অনেকেই স্টারকিডকে দেখে এসেছেন, তবে ছবি এখনও সামনে আসেনি। এবার জিবলির যুগে দাঁড়িয়ে খানিকটা চমক দিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়া এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে মেয়ের ছবি শেয়ার করলেন শ্রীময়ী। ফলে এবারও সেই নিরাশই হতে হল অনুরাগীদের। তবে সোশ্যাল মিডিয়ায় আজও ট্রেন্ডে এই জুটি। মাঝে মধ্যেই একের পর এক এক ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায় তাঁদের। এবার কাঞ্চনের গ্ল্যামার নিয়েও কথা বলতে দেখা গেল শ্রীময়ীকে।
কী বললেন জুটি?
View this post on Instagram
সম্প্রতি ‘পুরাতন’ ছবির ট্রেলার লঞ্চে একফ্রেমে ধরা দিলেন শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। সেখানেই এক কাঞ্চনকে প্রশ্ন করা হয় কেমন লাগছে শ্রীময়ীকে? উত্তরে তিনি বলেন, “আমার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী। সব সময় সুন্দর লাগে।” আর কাঞ্চনকে? উত্তরে খোলামেলা জবাব শ্রীময়ীর। বললেন, “আমার তো সব সময় ভাললাগে, নাহলে বিয়ে করতাম? এই এতো অবৈধ্য অবৈধ্য বলা হল, এখন আমরা ট্রেন্ড সেটার।” এখানেই থামলেন না শ্রীময়ী, উল্টে প্রশ্ন করলেন, “কাঞ্চনকে তো আমার আগে থেকে চেনেন, আমি না হয় ১২-১৪ বছর। বলুন তো গ্ল্যামার বেড়েছে কি না?”





