Abhishek Sharma, IPL 2025: লায়লার প্রেমে ডুবে ক্রিকেটের মজনু! অভিষেকের গার্লফ্রেন্ডকে চেনেন?
Abhishek Sharma: ২২ গজে রাজত্ব বিস্তার করার পাশাপাশি এক সুন্দরীর মনেও রাজ করেছেন অভিষেক। এমনই দাবি নেটিজ়েনদের। সত্যিই নাকি গুঞ্জন? অভিষেক ও সেই সুন্দরীর ছবি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা। কে সেই সুন্দরী? কাকে মন দিয়েছেন অভিষেক?
ফাটা পোস্টার নিকলা হিরো… এ কথা একটু ঘুরিয়ে বলা যায় বাইশ গজের জন্যও। চালিয়ে খেললেই রাতারাতি হিরো। নব প্রজন্মের একাধিক তরুণ পোস্টার বয়ের তকমা পাওয়ার ট্র্যাকে। শুভমন গিল থেকে শুরু করে অভিষেক শর্মারা তালিকার শীর্ষে। আইপিএলে গত মরসুমে জাত চিনিয়েছিলেন অভিষেক শর্মা। অরেঞ্জ আর্মির একাধিক ম্যাচে জয়ের কারিগর ছিলেন। একাধিক নজরকাড়া ইনিংসের ডালি সাজিয়েছেন। আর তাতেই যুবরাজ সিংয়ের ছাত্রের কপাল খুলে যায়। খুলে যায় জাতীয় দলের দরজা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অভিষেকের ডেবিউ হয়েছে গত বছর। একদিকে তাঁর খেলা নিয়ে যেমন আলোচনা, তেমনই স্টাইলিশ তরুণের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের অন্ত নেই। ২২ গজে রাজত্ব বিস্তার করার পাশাপাশি এক সুন্দরীর মনেও রাজ করেছেন অভিষেক। এমনই দাবি নেটিজ়েনদের। সত্যিই নাকি গুঞ্জন? অভিষেক ও সেই সুন্দরীর ছবি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা। কে সেই সুন্দরী? কাকে মন দিয়েছেন অভিষেক?
অতীত ভুলে অভিষেক মন দিয়েছেন ক্রিকেটে। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএলে ৬৫ ম্যাচ খেলে ১৪০৭ রান করেছেন। আর এখন? সেই তিনিই লায়লার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিনা, তা নিয়েই তো যত চর্চা!