Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: প্রিন্স অব ক্যালকাটা বা ভারতীয় ক্রিকেটের প্রিন্স নন, লখনউয়ে নতুন তারা!

IPL 2025: প্রিন্স অব ক্যালকাটা বা ভারতীয় ক্রিকেটের প্রিন্স নন, লখনউয়ে নতুন তারা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 29, 2025 | 4:15 PM

Prince Yadav: আইপিএলের মেগা অকশনে তাঁকে ৩০ লক্ষ টাকায় নেয় লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্রিন্স নামটা যে আরও পরিচিত হয়ে উঠবে, এ আর বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় ক্রিকেটে ‘প্রিন্স’ শব্দটি শুনলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ। কানে বাজতে থাকে, জিওফ্রে বয়কটের সেই গমগমে গলায় ধারাভাষ্য, প্রিন্স অব ক্যালকাটা। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সাবলীল ব্যাটিং দেখে এই বিশেষণ যোগ করেছিলেন। পরবর্তীতে কিং কোহলির সঙ্গে সামঞ্জস্য রেখে শুভমন গিলকে ভারতীয় ক্রিকেটের প্রিন্স ডাকা শুরু হয়। হঠাৎই আরও এক প্রিন্সের উদয়।

ঘরোয়া ক্রিকেটে প্রতিভা প্রমাণের খুব একটা সুযোগ পাননি দিল্লির পেসার প্রিন্স। গত বছর শুরু হয়েছে দিল্লির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। যা দিল্লি প্রিমিয়ার লিগ নামে পরিচিত। সেখানে ঋষভ পন্থের নেতৃত্বে খেলেছেন প্রিন্স। ১০ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন। এরপর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সুযোগ পান।

আইপিএলের মেগা অকশনের ঠিক আগেই উত্তর প্রদেশের বিরুদ্ধে দুই সেট ব্যাটার নীতীশ রানা এবং বিধ্বংসী সমীর রিজভির উইকেট নিয়েছিলেন। আর এতেই কপাল খোলে। আইপিএলের মেগা অকশনে তাঁকে ৩০ লক্ষ টাকায় নেয় লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্রিন্স নামটা যে আরও পরিচিত হয়ে উঠবে, এ আর বলার অপেক্ষা রাখে না।