AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmir: পহেলগাঁওয়ের স্মৃতি পিছনে ফেলে কাশ্মীরে ঝিমিয়ে পড়া পর্যটনে গতি আনল অমরনাথ যাত্রা

পহেলগাঁওয়ের রক্তাক্ত স্মৃতি ছাপিয়ে অমরনাথ যাত্রায় ফিরল পর্যটনের জোয়ার। চার লক্ষের বেশি পুণ্যার্থীর ভিড় যেন বার্তা দিল, কাশ্মীর আবার নিরাপদ। লালচক থেকে ডাল লেক, শিকারা, হোটেল, বাজার, সবেতেই ফিরছে পুরনো কোলাহল

Kashmir: পহেলগাঁওয়ের স্মৃতি পিছনে ফেলে কাশ্মীরে ঝিমিয়ে পড়া পর্যটনে গতি আনল অমরনাথ যাত্রা
| Updated on: Aug 17, 2025 | 8:24 PM
Share

কাশ্মীর: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। নাম, পরিচয় জেনে বেছে বেছে নিরীহ পর্যটক খুন। কাশ্মীর মানেই ভয়, এই ছবিটাই ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। সফল অমরনাথ যাত্রা দেখিয়ে দিল, চোখ বুজে কাশ্মীরে ভরসা রাখা যায়। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় যেন সেকথাই বলল। কাশ্মীর উদ্বেগের পহেলগাঁও পেরিয়েই তো অমরনাথে দেব-দর্শন!

লালচকে ফিরেছে চেনা কোলাহল, চেনা ব্যস্ততা। ডাল লেকে শিকারা চালকদের হাঁকডাক। আবার হাত বাড়ালেই সেনা, আধা সেনার কড়া নজর। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ভয়ঙ্কর হামলা। যার প্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের পর্যটন বিরাটভাবে ধাক্কা খায়। বৈসরণে নারকীয় হত্যাকাণ্ডের ঠিক আড়াই মাস পর অমরনাথ যাত্রা। আর তার জন্য এবার ছিল বেনজির নিরাপত্তা ব্যবস্থা। ৫৮১ কোম্পানি আধা সেনা নামানো হয়। মানে সংখ্যাটা প্রায় ৬০ থেকে ৭০ হাজার আধা সেনা। তার সঙ্গে জ্যামার, ড্রোন। নিরাপত্তার কারণে এবার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়।

সুরক্ষার এই বজ্র আঁটুনি অবশ্য কোথাও সাধারণ মানুষ বা পুণ্যার্থীদের স্বাভাবিক চলাফেরায় সে অর্থে বাধা হয়ে দাঁড়ায়নি। তাই তো সন্ত্রাসবাদীদের বুড়ো আঙুল দেখিয়ে, এবার ৪ লক্ষ ১০ হাজার পুণ্যার্থী দর্শন করেন পবিত্র অমরনাথ গুহা। যা দেখে অনেক বলছেন, বৈসরণে হামলার পর, কাশ্মীরের ঝিমিয়ে পড়া পর্যটনে গতি আনল এবারের অমরনাথ যাত্রা।

অমরনাথ দর্শন করা, বনগাঁর বাসিন্দা ধীমান বিশ্বাস বলছেন, “আমার পছন্দের জায়গা কাশ্মীর। গত জানুয়ারিতেও ঘুরে গিয়েছি। পহেলগাঁও হামলার পর একটু চিন্তা থাকলেও মহাদেবের নাম করে বেরিয়ে পড়ি। আমরা যত কাশ্মীরে যাব, ততই সন্ত্রাসবাদীরা পালাবে।” পহেলগাঁও হামলার পর বেসরকারি সংস্থা ক্লিয়ারট্রিপের তথ্য বলছে, মে মাসের পর থেকে জম্মু-কাশ্মীরগামী বিমান ভাড়া বেড়েছে ৪ শতাংশ, ৯ শতাংশ বেড়েছে হোটেল ভাড়া।

বিশেষজ্ঞরা বলছেন, এসবই অমরনাথ যাত্রার সুফল। আর বাঙালি, তাদের তো পায়ের তলায় সর্ষে। অমরনাথের পথে ভান্ডারায় বিনা পয়সায় খাওয়া-দাওয়া আছে। তবে হোটেল, শিকারা। কোথাও কিন্তু জলের দর নয়। শ্যামবাজার থেকে যাওয়া অভিলাষ মান্নার কথায়, “পর্যটকরা এভাবে যাওয়া শুরু করলে কাশ্মীরের ছবিটা কিন্তু আবার আগের মতো ফিরবে।”

বৈসরণ ভ্যালি এখনও বন্ধ। তবে খুলে গিয়েছে বেতাব ভ্যালি। তালা খুলেছে পহেলগাঁওয়ের আরও অনেক বিনোদন পার্কে। তবে কি জঙ্গিদের জবাব দিতে অমরনাথ যাত্রাই হয়ে উঠল মিশন কাশ্মীর?