Slowing of Earth’s Inner core: ধীরে ঘুরছে, এবার উল্টো ঘুরবে! বড় পরিবর্তন আসছে পৃথিবীর শরীরে!

Earth Spinning: এই ইনার কোর কিন্তু পৃথিবীর মতোই বনবন ঘোরে। আপনি বলবেন, পৃথিবী যদি ঘোরে তো সবাই ঘুরবে, এতে নতুন কী আছে। না, পৃথিবীর সঙ্গে ছন্দ মিলিয়ে ঘোরার দিব্যি ইনার কোরের নেই

Slowing of Earth's Inner core: ধীরে ঘুরছে, এবার উল্টো ঘুরবে! বড় পরিবর্তন আসছে পৃথিবীর শরীরে!
আর কি পৃথিবী ঘুরবে? প্রতীকী ছবিImage Credit source: META AI
Follow Us:
| Updated on: Jul 08, 2024 | 3:35 PM

ঘুরতে ঘুরতে যেন ক্লান্ত হয়ে পড়েছে পৃথিবী। কিন্তু এত দিনের অভ্যাস তো! তাও ঘুরে যাচ্ছে। তবে জানেন, পৃথিবীর ভিতর আরও একটি ‘পৃথিবী’ আছে। সে কিন্তু আর ঘুরতে চাইছে না। বিদ্রোহ ঘোষণা করেছে। বলছে, এবার আমি একটু ধীরে ঘুরব। প্রয়োজনে উল্টো ঘুরব। আর তাতেই বিপদে পড়েছে আমাদের ধরিত্রী। হ্যাঁ, সম্প্রতি ‘নেচারে’ প্রকাশিত প্রতিবেদন নিয়ে হইচই পড়েছে বিজ্ঞান পাড়ায়। তাঁরা নাকি পৃথিবীকে নিয়ে বেশ চিন্তিত। 

পৃথিবীর ভূগর্ভকে ভাগ করলে, প্রথম ভূত্বক যাকে ম্যান্টল বলা হয়। প্রায় ২৯০০ কিলোমিটার পুরু।  তারপর লিকুইড আউটার কোর থাকে, যেটি প্রধানত লোহা এবং নিকেল ধাতুর তরল স্তর। ২২৬০ কিলোমিটার পুরু। ইনার কোর এবং ভূত্বকের মাঝামাঝি যার অবস্থান। আর শেষে হল ইনার কোর। যেটি একদম কঠিন গোলাকার বস্তু। এই স্তরকেই আর একটি ‘পৃথিবী’ বলা যেতে পারে। ১২২০ কিলোমিটার ব্যস এবং পৃথিবীর ২০ শতাংশ জায়গা জুড়ে যার অবস্থান। যত কাণ্ড এই ইনার কোরকে নিয়ে। বিজ্ঞানীরা বলছেন, এই ইনার কোরই এখন বিদ্রোহ ঘোষণা করেছে।

পৃথিবীর ভিতর আর একটি পৃথিবী! META AI

কী সেই বিদ্রোহ? তার আগে একবার বুঝে নিই, এই ইনার-কোরের কাজ কী? ইনার কোর নিয়ে বিজ্ঞানীদের হাতে তেমন কোনও তথ্য নেই। অধিকাংশই অনুমান ভিত্তিক। কারণ, এই ইনার কোর এত ভিতরে অবস্থান, পৃথিবীকে ফুটো করেও অতদূর পর্যন্ত পৌঁছনো সম্ভব হয়নি। আমাদের যতটা দৌড় মহাকাশে, ততটাই পৃথিবীর ভূগর্ভে। তাই এই বিষয়ে বেশিরভাগটাই সাদা পাতা। তবে, ভূতরঙ্গ এবং ভূচৌম্বকের উপর নির্ভর করে এই ইনার কোর সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছেন বিজ্ঞানীরা। মনে করা হয়, লিকুইড আউটারের মতোই ইনার কোর লোহা আকরিক-নিকেল সহ অন্যান্য ধাতু দিয়ে তৈরি, তবে কঠিন জাতীয়। এর তাপমাত্রা প্রায় ৫৪০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উপরিতলের তাপমাত্রার কাছাকাছি। বুঝতে পারছেন, পৃথিবীর বুকের ভিতর কতটা আগুন জ্বলছে।

পৃথিবীর ভূ-অন্দর। CC BY-SA 3.0

এই ইনার কোর কিন্তু পৃথিবীর মতোই বনবন ঘোরে। আপনি বলবেন, পৃথিবী যদি ঘোরে তো সবাই ঘুরবে, এতে নতুন কী আছে। না, পৃথিবীর সঙ্গে ছন্দ মিলিয়ে ঘোরার দিব্যি ইনার কোরের নেই। যে নিজের ইচ্ছে মতো ঘোরে। ১৯৩৬ সালে ডেনমার্কের ভূবিজ্ঞানী ইঞ্জে লেহমান ইনার কোরের ঘোরা নিয়ে প্রথম আলোকপাত করেন। এরপর প্রচুর গবেষণা হয়। ইনার কোরের ঘোরা নিয়ে নানা মুণির নানা মত রয়েছে। অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞানী এবং প্রফেসর লরেন ওয়াজেক বলেন, ইনার কোর সম্পর্কে এতই কম তথ্য রয়েছে, তাই কোনও কিছু সিদ্ধান্তে আসা বড় কঠিন। ১৯৭০ এবং ১৯৮০ সাল থেকে ইনার কোর সম্পর্কে অল্প বিস্তর জানা যায়। এখনও পর্যবেক্ষণ প্রয়োজন ইনার কোর নিয়ে।

কিছু বিজ্ঞানী মনে করছেন, এই ইনার কোর একটা সময় পৃথিবীর থেকেও দ্রুত ঘুরেছে। এখন অনেকটাই ধীরে ঘুরছে। একটা সময় পৃথিবী এবং ইনারকোরের ঘূর্ণন সমান-সমান ছিল। গত ১২ জুন নেচার পত্রিকায় ইনার কোরের এই মন্থর গতিতে সিলমোহর দেয়। ২০২৩ সালে এই বিষয়ে যে গবেষণা পত্র জমা পড়ে, তাতে অনেক বিজ্ঞানীর ধারণা, এই ইনার কোর ৭০ বছর অন্তর অন্তর গতি পরিবর্তন করে। তবে, এটাও বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন, মাত্র ২০ বছরের তথ্য নিয়ে এই সিদ্ধান্তে এখনও উপনীত হওয়া যায় না, কিন্তু লক্ষণ মোটেই ভাল নয়। ইনার কোর যদি মন্থর গতি কিংবা উল্টো ঘুরতে শুরু করে অবশ্য পৃথিবীর আহ্নিক গতিতে প্রভাব পড়তে পারে। দিন আরও ছোট হয়ে যেতে পারে। 

সত্যিই কি এমন হবে?  বিজ্ঞানীরা মনে করছেন, গবেষণা আরও প্রয়োজন। তবে, সিঁদুরের মেঘ যে জমছে, একথাও অস্বীকার করছেন না তাঁরা। এবার যদি দুরন্ত ঘূর্ণির পাক কম পড়ে, ছন্দে ছন্দে আর কি রং বদলাবে পৃথিবীর, সেটাই এখন দেখার।

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?