PM Narendra Modi: ফেরাতে পারলেন না প্রিয় বন্ধুর ডাক, দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী
PM Modi-Vladimir Putin: ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর। জানা গিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা-বৈঠক করবেন। পুতিন ও মোদীর মধ্য়ে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলাদাভাবে কথা হতে পারে।
নয়া দিল্লি: রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই দুদিনের রাশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, সোমবার সকালেই তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেন। এদিকে, ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর এই রাশিয়া সফরকে ‘ইর্ষা’র চোখে দেখছে পশ্চিমী দেশগুলি।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর। জানা গিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা-বৈঠক করবেন। পুতিন ও মোদীর মধ্য়ে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলাদাভাবে কথা হতে পারে।
Over the next three days, will be in Russia and Austria. These visits will be a wonderful opportunity to deepen ties with these nations, with whom India has time tested friendship. I also look forward to interacting with the Indian community living in these countries.…
— Narendra Modi (@narendramodi) July 8, 2024
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাশিয়া সফরে রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আগামী তিনদিন আমি রাশিয়া ও অস্ট্রিয়ায় থাকব। ভারতের দীর্ঘ সময়ের বন্ধুদের সঙ্গে ফের একবার বন্ধুত্ব মজবুত করার জন্য দারণ এই সফর এটি। এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী আমি।”