Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commentator Earnings, IPL 2025: কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?

Commentator Earnings, IPL 2025: কমেন্ট্রি বক্সে ‘কথার তুফান’ তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 01, 2025 | 6:01 PM

IPL: কাটাছেঁড়া করে গরম গরম ক্রিকেট পরিবেশনের জন্য মোটা বেতন পান ধারাভাষ্যকাররা। জানেন কি ম্যাচ প্রতি কত টাকা পান তাঁরা?

ব্যাটার ঘুম ওড়াচ্ছেন প্রতিপক্ষ টিমের। বোলার তুলে নিচ্ছেন একের পর এক উইকেট। এসব ক্রিকেট ম্যাচের চেনা ছবি। এমন ঘটলে তুফান ওঠে কমেন্ট্রি বক্সে। মাঠে বয় ঝড়। আর শব্দের সুনামি তোলেন কম-বক্সে থাকা বিশেষজ্ঞরা। দর্শকদের জন্য খুঁটিনাটি বিবরণ তুলে ধরেন ধারাভাষ্যকাররা। প্রাক্তন ক্রিকেটাররা এখন ধারাভাষ্যকার। তাঁদের গলার স্বর, বিশ্লেষণ শোনার জন্য আগ্রহ তুমুল। আইপিএলেও ঝোড়ো মেজাজে ধারাভাষ্য দিচ্ছেন প্রাক্তনরা। কে নেই তালিকায়? ক্রিকেটে নানা সময় ধারাভাষ্য দেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী , সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ম্যাথু হেডেনরা। কাটাছেঁড়া করে গরম গরম ক্রিকেট পরিবেশনের জন্য মোটা বেতন পান তাঁরা। জানেন কি ম্যাচ প্রতি কত টাকা পান ধারাভাষ্যকাররা?