AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুন্দরীদের গর্ভবতী করাতে পারলেই মোটা টাকা! পুরুষদেরই হয়ে গেল সর্বনাশ

Cyber Crime: বিভিন্ন চাকরির বা কর্মখালির বিজ্ঞাপনের মাঝেই দেওয়া হচ্ছে এক ধরনের বিশেষ বিজ্ঞাপন। তাতে বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি পোস্ট করে লেখা হচ্ছে- ইনি বিবাহিত, কিন্তু বহু প্রচেষ্টার পরও সন্তান ধারণ করতে পারছেন না। এনাকে গর্ভবতী করতে পারলে, ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।

সুন্দরীদের গর্ভবতী করাতে পারলেই মোটা টাকা! পুরুষদেরই হয়ে গেল সর্বনাশ
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Jul 08, 2024 | 11:28 AM
Share

চণ্ডীগঢ়: আয়ুষ্মান খুরানার ভিকি ডোনার সিনেমাটার কথা মনে আছে? স্পার্ম ডোনার হিসাবে কাজ করতেন ভিকি, তাঁর শুক্রাণু থেকে বহু মহিলার  সন্তান ধারণের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছিল। সম্প্রতি অনলাইনে সেইরকমই বিজ্ঞাপন দেখতে পেয়েছিলেন। সুন্দরী রমণীদের ছবি পোস্ট করে লেখা ছিল, এদের গর্ভবতী করতে পারলেই দেওয়া হবে মোটা টাকা। এমন কাজ পেয়ে কী কেউ বসে থাকে! সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিল নীচে দেওয়া নম্বরে। আর তাতেই যা হওয়ার হয়ে গেল…

কেওয়াইসি, ভয়েস ফিশিং এখন অতীত। এবার শুরু হয়েছে নতুন এক প্রতারণা। বিভিন্ন চাকরির বা কর্মখালির বিজ্ঞাপনের মাঝেই দেওয়া হচ্ছে এক ধরনের বিশেষ বিজ্ঞাপন। তাতে বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি পোস্ট করে লেখা হচ্ছে- ইনি বিবাহিত, কিন্তু বহু প্রচেষ্টার পরও সন্তান ধারণ করতে পারছেন না। এনাকে গর্ভবতী করতে পারলে, ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। স্পার্ম ডোনেশন নাকি শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে, সেই বিষয়ে কোনও উল্লেখ ছিল না বিজ্ঞাপনে।

এদিকে, টাকা উপার্জনের এমন লোভনীয় বিজ্ঞাপন দেখেই ফাঁদে পা দেয় বহু যুবক। তারা বিজ্ঞাপনে উল্লেখ করা নম্বরে যোগাযোগ করতেই  ওপ্রান্ত থেকে বলা হত, রেজিস্ট্রেশন ও সিকিউরিটি ডিপোজিট বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। তারাও সেই মতো টাকা জমা দিত। এভাবেই ধাপে ধাপে লক্ষাধিক টাকা হাতিয়ে নিত প্রতারকরা।

সোশ্যাল মিডিয়ায় এমন প্রতারণার শিকার হয়েই হরিয়ানার নূহ জেলায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান এক যুবক। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। তাদের জেরা করে জানা গিয়েছে, বিগত এক বছর ধরেই এমন প্রতারণা চক্র চালাচ্ছিল তারা। কমপক্ষে ১২ জনকে এভাবে প্রতারিত করেছে অভিযুক্তরা।