IPL 2025, SRH: অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র ‘ঝাঁসি দ্য পুত্তর’ অনিকেত ভার্মা
SRH: আইপিএল দেখে অনেক ক্রিকেট প্রেমীর মনেই হয়তো প্রশ্ন জাগছে যে, অরেঞ্জ আর্মির হলটা কী? গত আইপিএলের রানার্সরা এবারও এক হেভিওয়েট টিম।
এক যে ছিল ঝাঁসির রানি… না না আজ ঝাঁসির রানিকে নিয়ে গল্প শোনাব না। আজ আপনাদের শোনাব ঝাঁসির রাজার গল্প। তবে আগে বলতে হবে নিজামের শহরের আইপিএল টিমের কথা। কী হল, তালগোল পাকিয়ে যাচ্ছে? একটু পরিষ্কার করা যাক বিষয়টা। আইপিএল দেখে অনেক ক্রিকেট প্রেমীর মনেই হয়তো প্রশ্ন জাগছে যে, অরেঞ্জ আর্মির হলটা কী? গত আইপিএলের রানার্সরা এবারও এক হেভিওয়েট টিম। টুর্নামেন্টের শুরু থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর যে কারণে প্যাট কামিন্সদের দিকে। যদিও সাবালক আইপিএলে তিন ম্যাচে নিজামের শহরের দলের জয় একটি। শুরুতে জিতলেও এরপর হার জোড়া ম্যাচে। তাই তো একদিকে হয়তো হায়দরাবাদের টিম ম্যানেজমেন্টের হাতে উঠেছে ক্যালকুলেটর। একইসঙ্গে সানরাইজার্সের অনুরাগীদের মনে এই দোলা দিচ্ছে, তা হলে কি আর হবে না সূর্যোদয়? এরই মাঝে আশার আলো দেখাচ্ছেন ঝাঁসির এক ছেলে। যাঁর গায়ে এবার উঠেছে হায়দরাবাদের জার্সি। কে তিনি?