AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: কংগ্রেস-তৃণমূলকে এক বৈঠকে আনল ওয়াকফ বিল, বুধে উত্তপ্ত হতে পারে লোকসভা

Waqf Bill: কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, আগামিকাল (বুধবার) লোকসভায় ওয়াকফ বিল পেশ করা হবে। আলোচনা হবে ৮ ঘণ্টা। কেন্দ্রের এই সিদ্ধান্তর পরই কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে বসে বিরোধীরা। দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ দেয় তৃণমূল।

Waqf Bill: কংগ্রেস-তৃণমূলকে এক বৈঠকে আনল ওয়াকফ বিল, বুধে উত্তপ্ত হতে পারে লোকসভা
কংগ্রেসর বৈঠকImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 6:14 AM
Share

নয়াদিল্লি: ইস্যু ওয়াকফ বিল। আর এই ওয়াকফ বিল নিয়ে আলোচনাতেই ফের একসঙ্গে দেখা গেল কংগ্রেস ও তৃণমূলকে। নয়াদিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে মঙ্গলবার অংশ নিলেন তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক।

ওয়াকফ বিল নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। তারই মধ্যে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বিজনেস অ্যাডভাইসরি কমিটির(BAC) বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে ওয়াকফ বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনা চেয়ে সরব হয়েছিল বিরোধীরা। কিন্তু, সরকার পক্ষ ৪ ঘণ্টা আলোচনা চায়। শুধু ওয়াকফ বিল নিয়, আরও বিভিন্ন ইস্যুতে সরকার তাদের দাবি মানছে না বলে দাবি করে BAC বৈঠক থেকে ওয়াক আউট করে বিরোধীরা।

কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, আগামিকাল (বুধবার) লোকসভায় ওয়াকফ বিল পেশ করা হবে। আলোচনা হবে ৮ ঘণ্টা। কেন্দ্রের এই সিদ্ধান্তর পরই কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে বসে বিরোধীরা। দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ দেয় তৃণমূল। ইন্ডিয়া জোটে থাকলেও এর আগে কংগ্রেসের ডাকা একাধিক বৈঠকে অনুপস্থিত থেকেছে ঘাসফুল শিবির। এদিন ওয়াকফ নিয়ে রণকৌশল চূড়ান্ত করতে বিরোধীদের বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক অংশ নেন। এর আগে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের মতো রাজ্যসভায় সরব হতে দেখা গিয়েছিল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। এদিন দুই দল একই বৈঠকে উপস্থিত হওয়ায় প্রশ্ন উঠছে, ওয়াকফ বিল ইস্যুকে সামনে রেখে কি দুই দল পরস্পরের হাত ধরছে?

জানা গিয়েছে, আগামিকাল লোকসভায় ওয়াকফ নিয়ে আলোচনায় যোগ দেবে তৃণমূল। ভোটাভুটিতে অংশ নিয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে। আগামিকাল লোকসভায় ওয়াকফ বিলের উপর আলোচনায় তৃণমূল কংগ্রেসের পক্ষে বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের।