Coal Mine: প্রতিদিন ‘ভূমিকম্প’ হচ্ছে বাংলার এই জায়গায়, চিড় ধরছে বাড়ির দেওয়ালে,কোথায় জানেন?
Asansol: জানা গিয়েছে, সোমবার কাঁটাগড়িয়ার একটি পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফাটল ধরে। পাঁচিল পড়ে যায়। এবার ফাটল দেখা গেল ওই খনি সংলগ্ন ইন্দ্রভূমি কলোনী এলাকায়। যার জেরে আতঙ্কে আতঙ্কে ঘুম ছুটেছে ওইখানকার বাসিন্দাদের।

আসানসোল: প্রথমে বিকট আওয়াজ। বিশেষ করে দুপুর হলেই শোনা যাচ্ছে সেই শব্দ। কেঁপে উঠছে গোটা বাড়ি। তারপর দেওয়ালে তাকাতেই মাথায় হাত পড়ে যাচ্ছে এলাকার বাসিন্দাদের। কেন? তাঁদের কথায়, প্রতিদিন যেন ভূমিকম্প অনুভূত হচ্ছে সেখানে। আর তারপর ফেটে যাচ্ছে বাড়ির দেওয়াল। আতঙ্কে পড়ছেন আসানসোলের খনি এলাকার বাসিন্দারা। কারণ, সেখানে বারবার করানো হচ্ছে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ। আর নর্থ সিয়ারসোল খনির বিস্ফোরণের জেরে জেরবার জামুরিয়ার এই বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, সোমবার কাঁটাগড়িয়ার একটি পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফাটল ধরে। পাঁচিল পড়ে যায়। এবার ফাটল দেখা গেল ওই খনি সংলগ্ন ইন্দ্রভূমি কলোনী এলাকায়। যার জেরে আতঙ্কে আতঙ্কে ঘুম ছুটেছে ওইখানকার বাসিন্দাদের।
এর আগে কাঁটাগড়িয়া তপসি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবার একই অবস্থা ইন্দ্রভূমি আসানসোল পুরনিগমের জামুরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের। এলাকার বাসিন্দাদের দাবি, ইসিএল কর্তৃপক্ষের বেপরোয়া বিস্ফোরণের তাদের বাড়িঘরে ভয়াবহভাবে ফাটল ধরেছে। দুপুর হলেই অনিয়ন্ত্রিত বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে গোটা এলাকা। তাঁদের এও দাবি, ২০২১ সাল থেকে তাঁরা বারবার কয়লাখনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এলাকা সুরক্ষিত রাখতে বেশ কয়েক দফা দাবি তারা ইসিএল কর্তৃপক্ষের কাছে রেখেছেন। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি প্রতিদিন তারা ভূমিকম্পের মতো পরিস্থিতির শিকার হচ্ছেন। আর আতঙ্কের মধ্যেই বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দাদের কথায়, ২০২১ সালের শুরুতেই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ। পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে বিস্ফোরণ ঘটিয়ে কয়লা উত্তোলন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি। উপরন্তু বিস্ফোরণের মাত্রা বাড়িয়েছে কর্তৃপক্ষ। ফলে এলাকার বহু ঘরবাড়িতে ফাটল দেখা দিচ্ছে নতুন করে।
গত ডিসেম্বর মাসে এলাকায় বিস্ফোরণে যেরে বেশ কিছু বাড়ি এবং মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন আসানসোল প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি অভিযোগ করেছিলেন যে বাড়িতে ফাটল ধরছে সেই বাড়িগুলি ইসিএলের সম্পত্তির উপর নয়। নিজস্ব ব্যক্তিগত মালিকানা সম্পত্তি। তারপরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি। মিলছে না ক্ষতিপূরণ।





