Bangladesh: বাংলাদেশে নতুন ভূমিকায় ইউনূস, প্রধান উপদেষ্টার পদ থেকে সরছেন?
Bangladesh: ইউনূস নির্বাচন নিয়ে মুখ খুলতেই বড় কথা বলেন দিলেন সেদেশে সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কী বললেন তিনি?

ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে, নতুন অস্বস্তি তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। কবে হবে দেশে ভোট? এই ইস্যুতে নানা ভাবে সুর চড়িয়েছে বিএনপি। অবশেষে বাধ ভেঙে সম্প্রতি ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশে ভোটের আয়োজন করবে তারা। তাতে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছে বিএনপি।
ইউনূস নির্বাচন নিয়ে মুখ খুলতেই বড় কথা বলেন দিলেন সেদেশে সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কী বললেন তিনি? নিজের সমাজমাধ্যমে সারজিস লেখেন, ‘অধ্য়াপক মহম্মদ ইউনূসের মতো একজন মানুষকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই।’
আপাতত সারজিসের এই মন্তব্যেই নতুন করে শোরগোল পড়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার ইউনূসকে সামনে রেখেই ভোটে লড়তে চায় জাতীয় নাগরিক পার্টি?
উল্লেখ্য, দল গড়ার আগে সারজিসরা ছিলেন ইউনূসেরই প্রশাসনের অন্দরে। এমনকি অনেকে বলে থাকেন, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও তারপর গঠিত তদারকি সরকারের মাথায় কাকে বসানো হবে? সেই ছকটাও কষেছিলেন সারজিস আলম ও তাঁর সতীর্থ নাহিদ ইসলাম। এবার সেই হাসিনা-বিরোধী অন্যতম ছাত্রমুখ সারজিস, ইউনূসকে চাইছেন নতুন পদে।
বিশেষজ্ঞদের দাবি, দেশে ভোট এলে তদারকি সরকার ভাঙবে। নতুন সরকার তৈরি হবে। ভোটের রাজনীতিতে সারজিসরা এখনও নতুন। এমনকি, তাড়াহুড়োয় নতুন দল গড়লেও তারা এখনও তা সাজিয়ে উঠতে পারেনি। যা খুব স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ভোট হলে, বিএনপির মতো বছর পুরনো দলের সামনে কি আদৌ টিকতে পারবে সারজিস-নাহিদরা? সেই ‘শঙ্কাতেই’ হয়তো ইউনূসের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশের নির্বাচনে নামতে চাইছে তারা। প্রধান উপদেষ্টাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিতে চাইছে নতুন পদও।





