সঞ্জীব কুমারের হাত থেকে সুচিত্রাকে বাঁচান গুলজার, তারপরই রাখিকে বেধড়ক মার, কী ঘটেছিল?
কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাখিকে? তা নিয়ে খুব একটা কথা বলতে রাজি নন রাখি। তবে জানা যায়, একবার নাকি রাখিকে বেধড়ক মার মেরেছিলেন গুলজার। তাও আবার সুচিত্রা সেনকে কেন্দ্র করে তৈরি ঘটনা!

গুলজারের সঙ্গে বিয়ে, সম্পর্ক, তারপর বিচ্ছেদ, রাখির জীবনে একাধিক অধ্যায়ে যে কত গল্প জড়িয়ে তা হয়তো অনেকেরই জানা নেই। রাখি গুলজার, বলিউডের দাপটে অভিনেত্রী। একের পর এক ভাল ছবি তাঁর ঝুলিতে। তবে জানেন কি, গুলজারের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার কারণ কি ছিল? কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাখিকে? তা নিয়ে খুব একটা কথা বলতে রাজি নন রাখি। তবে জানা যায়, একবার নাকি রাখিকে বেধড়ক মার মেরেছিলেন গুলজার। তাও আবার সুচিত্রা সেনকে কেন্দ্র করে তৈরি ঘটনা!
কী ঘটেছিল সেদিন? গুলজ়ারের ‘আঁধি’ ছবি তৈরির সময়কার ঘটনা। লোকেশন দেখার জন্য রাখিকে নিয়ে কাশ্মীরের বিমানে চাপেন গুলজ়ার। তাঁকে বাদ দিয়ে ছবি হচ্ছে সুচিত্রা সেনকে নিয়ে, কিছুতেই মানতে পারছিলেন না রাখি। তিনি কাশ্মীরে যেতেও চাননি। সুচিত্রা সেন, সঞ্জীব কুমারকে নিয়ে একটি গেট-টুগেদার হয়েছিল কাশ্মীরেই। সুচিত্রার হাত ধরে টেনেছিলেন মদ্যপ সঞ্জীব। সঞ্জীবের বাহুডোর থেকে সুচিত্রাকে মুক্ত করতে সে দিন এগিয়ে গিয়েছিলেন গুলজ়ারই। সুচিত্রাকে পৌঁছে দিয়েছিলেন রুমে। যাওয়ার পথে মুখোমুখি হয়েছিলেন রাখির সঙ্গে। সুচিত্রাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কেন গুলজ়ারকেই এগিয়ে যেতে হয়েছিল, জানতে চেয়েছিলেন রাখি। সে দিন রাখিকে এড়িয়ে গিয়েছিলেন গুলজ়ার। তাঁর রাস্তা আটকে ফের একই প্রশ্ন করেছিলেন রাখি। হোটেলের কর্মীরা পরবর্তীতে জানিয়েছিলেন, রাখিকে বেধড়ক মেরেছিলেন গুলজ়ার। তাঁকে নাকি ঘরের ভিতরে মদ্যপ অবস্থাতেও পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরই নাকি গুলজ়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শোকাহত এবং অপমানিত রাখি।





