GT vs MI, Highlights, IPL 2025: জয়ের খাতা খুলল টাইটান্স, টানা দু-ম্যাচে হার মুম্বইয়ের
Gujarat Titans vs Mumbai Indians, Live Score in Bengali: হারের মুখ দেখে মরসুম শুরু করেছেন শুভমন গিল, রোহিত শর্মা। আজ কোন দল করবে বাজিমাত? দেখুন গুজরাট বনাম মুম্বই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

কলকাতা: আমেদাবাদে হার্দিক পান্ডিয়ার প্রেস্টিজ ফাইট! তাঁর বোলিং পারফরম্যান্স দুর্দান্ত হল। আইপিএলে (IPL) নিজের পুরনো দলের বিরুদ্ধে এই মরসুমের প্রথম ম্যাচ খেললেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সিএসকের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রথম ম্যাচ ছিল। সেখানে খেলতে পারেননি হার্দিক। তিনি ওই ম্যাচে নির্বাসিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতে মুম্বই টিমকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেখানে ধোনির সিএসকে হারিয়ে দেয় মুম্বইকে। হার্দিক ফিরলেও জয়ে ফিরল না মুম্বই। গিলের গুজরাট টাইটান্সও (Gujarat Titans) হার দিয়ে অভিযান শুরু করেছিল। এদিনও মাত্র ১৯৭ রানের টার্গেট দেয় মুম্বইকে। মাত্র কেন? আমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে এই টার্গেট সহজই। তবে মহম্মদ সিরাজ এবং টাইটান্সের অনবদ্য বোলিংয়ে ৩৬ রানে জয়ী টাইটান্স। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
GT vs MI, IPL 2025: শুভমনের চওড়া হাসি
মরসুম শুরু হয়েছিল ঘরের মাঠে হার দিয়ে। ঘরের মাঠেই ঘুরে দাঁড়াল টাইটান্স। বোলিং দাপটে দুর্দান্ত জয়। বিস্তারিত পড়ুন: হার্দিকের ফেরাতেও জয় এল না, মরসুমের প্রথম পয়েন্ট টাইটান্সের
-
GT vs MI, IPL 2025: ইমপ্যাক্ট ফেলার অপেক্ষায়
গত ম্যাচে কঠিন পরিস্থিতিতে নেমেছিলেন রাঁচির ‘গেইল’ নামে পরিচিত রবীন মিঞ্জ। এ দিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হল রবীনকে। এখনও প্রায় ৮ ওভার বাকি। প্রতিভা প্রমাণের সুযোগ রয়েছে। নজর কাড়তে পারবেন?
-
-
GT vs MI, IPL 2025: চোটে চিন্তা
গুজরাট টাইটান্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন সাই সুদর্শন। এ মরসুমেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে ডাইভ দিয়েছিলেন। আর তাতেই বেকায়দায় পড়েন। সাইড লাইনে চিকিৎসা চলছে টাইটান্স ওপেনার সাইয়ের।
-
GT vs MI, IPL 2025: ফের সি-রাজ
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন। আইপিএলে আরসিবি তাঁকে রিটেন করেনি। গুজরাট জার্সিতে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত দুটি ডেলিভারি। রোহিতের পর রায়ান রিকলটনকেও বোল্ড করলেন সিরাজ।
-
GT vs MI, IPL 2025: সি-রাজ
শুরুটা দুর্দান্ত করেছিলেন হিটম্যান রোহিত শর্মা। ইনিংসের প্রথম ডেলিভারিতেই স্ট্রেট ড্রাইভ মারলেও রান আসেনি। পরের দুটি ডেলিভারিতেই বাউন্ডারি। কিন্তু চতুর্থ ডেলিভারিতে বাজিমাত মহম্মদ সিরাজের। ঠিক যেন টেস্ট ম্যাচ লেন্থ। রোহিতের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে ক্লিন বোল্ড করলেন সিরাজ।
-
-
GT vs MI, IPL 2025: ২০০ ছোঁয়া হল না
হোম গ্রাউন্ড, ব্যাটিং পিচ। পরের দিকে শিশিরের প্রভাব রয়েছে। ইনিংস ব্রেকেই শিশির শুকনোর কাজে লেগে পড়েছেন মাঠকর্মীরা। গুজরাট টাইটান্সের শুরুটা দুর্দান্ত হলেও ঘুরে দাঁড়ায় মুম্বই। শুরুতে মনে হচ্ছিল ২৩০-৪০ অবধি পৌঁছতে পারে টাইটান্স। যদিও ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান টাইটান্সের। ক্যাপ্টেন হার্দিক নিলেন ২ উইকেট।
-
GT vs MI, IPL 2025: শাহরুখ জ্বললেন না
প্রথম ম্যাচে রান তাড়ায় চাপ ছিল। ছাপ ফেলতে পারেননি গুজরাট টাইটান্সের পাওয়ার হিটার শাহরুখ খান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে টাইটান্স। ফলে রানের চাপ সেই অর্থে নেই। তাঁকে ফিরিয়ে হার্দিক আবারও ব্রেক থ্রু দিলেন মুম্বইকে। ক্যাপ্টেন ফেরায় মুম্বইয়ের মেজাজটাই যেন পাল্টে গিয়েছে।
-
GT vs MI, IPL 2025: টার্নিং পয়েন্ট!
পাওয়ার প্লে-তে বোলিং করেছিলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। সুবিধে করতে পারেননি। রান এসেছিল অনেকটাই। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই জস বাটলারের উইকেট! এটাই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।
-
GT vs MI, IPL 2025: জুটি ভাঙল
অবশেষে ব্রেক থ্রু। ৭৮ রানে জুটি ভাঙল গুজরাট টাইটান্সের। শুভমন গিলকে ফেরালেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
-
GT vs MI, IPL 2025: পাওয়ার প্লে আপডেট
শুভমন গিল ও সাই সুদর্শনের দারুণ শুরু। তেমনই মুম্বইয়ের গ্রাউন্ড ফিল্ডিংও হতাশার। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৬ রান তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। পাওয়ার প্লে শেষেই আক্রমণে হার্দিক।
-
GT vs MI, IPL 2025: টস আপডেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে হার্দিক পান্ডিয়া। ক্যাপ্টেন হিসেবে জিতলেন টসও। রান তাড়ার সিদ্ধান্ত হার্দিকের। বিস্তারিত পড়ুন: ফিরলেন ‘ক্যাপ্টেন’ হার্দিক, জেনে নিন দু-দলের কম্বিনেশন
-
GT vs MI, IPL 2025: আমেদাবাদ তৈরি, আপনারা তৈরি তো?
সন্ধে ৭.৩০ মিনিটে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি শুভমন গিল ও হার্দিক পান্ডিয়ার দল। আমেদাবাদ তৈরি এই ম্যাচের জন্য। আর আপনারা তৈরি তো?
Ahmedabad gets ready to host a clash of two former champions 🤩
It’s @gujarat_titans vs @mipaltan 💪
Who will get the bragging rights tonight? 👊#TATAIPL | #GTvMI pic.twitter.com/RRnGXJmJjw
— IndianPremierLeague (@IPL) March 29, 2025
-
GT vs MI, IPL 2025: ম্যাচের আগে নজর বুলিয়ে নিন প্রিভিউতে
প্রতি ম্যাচেই বিদ্রুপ সইতে হয়েছে হার্দিককে। এমনকি তাঁর নিজের শহর, যে টিমকে চ্যাম্পিয়ন করেছেন, সেই টাইটান্সের হোম ম্যাচেও। এ বার আমেদাবাদেই ১৮তম আইপিএল অভিযান শুরু হচ্ছে হার্দিকের। পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। হার্দিক এখন নায়ক।
পড়ুন বিস্তারিত – GT vs MI Playing XI IPL 2025: আবেগের মঞ্চে পয়েন্টের খোঁজ, হার্দিকের জন্য জায়গা ছাড়বেন কে!
-
GT vs MI, IPL 2025: মোতেরায় মুখোমুখি গুজরাট-মুম্বই
আর কিছুক্ষণ পর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।
Published On - Mar 29,2025 5:30 PM





