GT vs MI Confirmed Playing XI, IPL 2025: ফিরলেন ‘ক্যাপ্টেন’ হার্দিক, জেনে নিন দু-দলের কম্বিনেশন
Gujarat Titans vs Mumbai Indians Confirmed Playing XI in Bengali: ক্যাপ্টেন ফেরায় আপাতত ইমপ্যাক্ট অপশনেই থাকতে হচ্ছে রবীন মিঞ্জকে। তবে ব্যাটিংয়ে তাঁর নামার সম্ভাবনাই বেশি। অভিষেকেই নজরকাড়া বিগ্নেশ পুথুরকে ইমপ্যাক্টেও রাখা হয়নি। আমেদাবাদের পাটা পিচের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।

হোমে অ্যাওয়ে ম্যাচ। হার্দিক পান্ডিয়ার কাছে আজ তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে একটি করে ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলের শুরুটাই হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে প্রথম পয়েন্টের খোঁজে মুম্বই ও টাইটান্স। হার্দিক পান্ডিয়া ফেরায় মুম্বইয়ের শক্তি বেড়েছে। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন হার্দিক। ক্যাপ্টেন ফেরায় আপাতত ইমপ্যাক্ট অপশনেই থাকতে হচ্ছে রবীন মিঞ্জকে। তবে ব্যাটিংয়ে তাঁর নামার সম্ভাবনাই বেশি। অভিষেকেই নজরকাড়া বিগ্নেশ পুথুরকে ইমপ্যাক্টেও রাখা হয়নি। আমেদাবাদের পাটা পিচের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। ফলে রবীঞ্জ মিঞ্জই হয়তো পরিবর্ত হিসেবে নামবেন।
টস হেরে ব্যাটিংয়ে নামবে হোম টিম গুজরাট টাইটান্স। ক্যাপ্টেন শুভমন গিল জানিয়েছেন, তিনিও টস জিতলে রান তাড়াই করতেন, তবে একটা দলকে তো প্রথমে ব্যাট করতে হবে! ঘরের মাঠে গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন। যদিও সেই সিদ্ধান্ত ব্যাকফায়ার করে। এ দিন প্রথমে ব্যাট করার সুযোগ। বড় স্কোর গড়ে মুম্বইকে চাপে ফেলাই লক্ষ্য শুভমনদের। প্রথম একাদশে চার বিদেশি রাখায় মনে করা হচ্ছে, ইমপ্যাক্ট হিসেবে নামবেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। আবার ওয়াশিংটনকেও সুযোগ দেওয়া হতে পারে।
গুজরাট টাইটান্সের একাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
ইমপ্যাক্ট বিকল্প-ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, ইশান্ত শর্মা, অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু, মুজিব উর রহমান
ইমপ্যাক্ট বিকল্প-রবীন মিঞ্জ, অশ্বনী কুমার, রাজঅঙ্গদ বাওয়া, উইল জ্যাকস, করবিন বশ





