Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Election: গাড়ির বোনেটে লেখা ‘পঞ্জাব সরকার’, ভিতরে উঁকি মারতেই চোখ নামাল পুলিশ! রয়েছে টাকা, মদ সঙ্গে…, প্রশ্নের মুখে কেজরীবাল

Delhi Election: ইতিমধ্য়েই এই ঘটনায় আপ প্রধানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। কেজরীবালের দিকেই দায় ঠেলছে পদ্ম শিবির। কিন্তু সেই সকল অভিযোগকে কার্যত নস্যাৎ করেছে আপ। তাদের দাবি, গোটা ঘটনাটি একটি 'চক্রান্ত'।

Delhi Election: গাড়ির বোনেটে লেখা 'পঞ্জাব সরকার', ভিতরে উঁকি মারতেই চোখ নামাল পুলিশ! রয়েছে টাকা, মদ সঙ্গে..., প্রশ্নের মুখে কেজরীবাল
প্রতীকী ছবিImage Credit source: Muzamil Mattoo/NurPhoto via Getty Images | PTI
Follow Us:
| Updated on: Jan 30, 2025 | 3:08 PM

নয়াদিল্লি: গাড়ির বনেটে লেখা পঞ্জাব সরকার। নম্বর প্লেটও সেই রাজ্যের। আর গাড়ির ভিতরে কী নেই? লক্ষ লক্ষ নগদ টাকা, কাড়ি কাড়ি মদের বোতল, সঙ্গে অরবিন্দ কেজরীবালের ছবি দেওয়া নির্বাচনী প্রচারপত্র।

বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে দিল্লির বুকে উদ্ধার হল ‘রহস্যজনক’ গাড়ি। আর তা ঘিরে আপাতত চড়ছে রাজনৈতিক পারদ। শাসকদল আপের দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির।

গতকাল রাতে দিল্লির পঞ্জাব ভবনের পার্কিং থেকে এই গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়ির সামনে লেখা পঞ্জাব সরকার। নম্বর প্লেট সেই রাজ্যের। গাড়ির অন্দর থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ নগদ টাকা, একাধিক মদের বোতল ও সঙ্গে রয়েছে কেজরীবালের ছবি দেওয়া আপের প্রচারপত্র।

ইতিমধ্যে গাড়িটিকে স্থানীয় তিলক মার্গ থানায় নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভোটমুখী আবহে ৫০ হাজারের অধিক নগদ নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগেই আটক করা হয় এই গাড়িটিকে। এছাড়াও, বাজেয়াপ্ত হওয়া মদের বোতল নিয়েও উঠছে প্রশ্ন। ভোটের আবহেই ভিন রাজ্য থেকে মদ পাচার হচ্ছে দিল্লিতে? প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

ইতিমধ্য়েই এই ঘটনায় আপ প্রধানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। কেজরীবালের দিকেই দায় ঠেলছে পদ্ম শিবির। কিন্তু সেই সকল অভিযোগকে কার্যত নস্যাৎ করেছে আপ। তাদের দাবি, গোটা ঘটনাটি একটি ‘চক্রান্ত’।

অন্যদিকে, দায় ঝেড়ে ফেলেছে পঞ্জাব সরকারও। বিরোধীদের অভিযোগ, ভোটমুখী দিল্লিতে ‘বেপথে’ জিততে কেজরীবালকে ‘সাহায্য’ পাঠাচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কিন্তু, সে রাজ্যের সরকারের দাবি, তারা এমন কোনও গাড়িও পাঠায়নি, আর এটি নম্বর প্লেটও ভুয়ো।