দিল্লি বিধানসভা নির্বাচন
দিল্লির মসনদে বসবে কে? চড়ছে রাজনীতির পারদ। গত ১০ বছর দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। এবার আপের সঙ্গে জোর টক্কর বিজেপির। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। দিল্লিতে সরকার গঠনে প্রয়োজন ৩৬ জন বিধায়কের সমর্থন।
এর আগে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছিল। ফল ঘোষণা হয়েছিল ১১ ফেব্রুয়ারি। পাঁচ বছর আগে নির্বাচনে আপ পেয়েছিল ৬২টি আসন। আর বিজেপি জিতেছিল ৮টি আসন। কংগ্রেস-সহ অন্য কোনও দল খাতা খুলতে পারেনি। এবারও কি আপ ও বিজেপির মধ্যেই লড়াই হতে চলেছে? রাজনীতির কারবারিরা এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এবারের নির্বাচনে আপের বিরুদ্ধে আবগারি নীতি দুর্নীতি মামলাকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি। তবে ফের সরকার গঠনে আশাবাদী কেজরীবাল।