AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physically Harassed: ১৫ বছরের কিশোরকে মাদক খাইয়ে বেহুঁশ, তারপর বন্ধুরা যা করল…

Physically Harassed: পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, ওই কিশোরের পরিবার অভিযোগ করেছে যে তাদের সন্তানকে নেশার দ্রব্য খাওয়ানো হয়। তারপর সে অচৈতন্য হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়।

Physically Harassed: ১৫ বছরের কিশোরকে মাদক খাইয়ে বেহুঁশ, তারপর বন্ধুরা যা করল...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jan 18, 2025 | 11:22 PM
Share

দেওরিয়া: বছর পনেরোর এক কিশোরকে ধর্ষণের অভিযোগ তার দুই বন্ধুর বিরুদ্ধে। গত ৩ জানুয়ারি উত্তর প্রদেশের দেওরিয়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর।

দেওরিয়ার পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, রুদ্রপুর থানা এলাকায় বাড়ি ওই কিশোরের। নির্যাতিত ওই কিশোরের পরিবার জানিয়েছে, এর আগেও ওই অভিযুক্তরা তাদের সন্তানকে ধর্ষণ করেছে। মুম্বইয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে। পরিবারের অভিযোগ, তিনজন ধর্ষণ করেছে।

পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, ওই কিশোরের পরিবার অভিযোগ করেছে যে তাদের সন্তানকে নেশার দ্রব্য খাওয়ানো হয়। তারপর সে অচৈতন্য হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে পলাতক ওই কিশোরের দুই বন্ধু। তাদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। তার বয়স ১৫ বছর। অন্যজনের বয়স ১৮ বছর। প্রশ্ন উঠছে, এর আগেও এমন নৃশংস ঘটনা ঘটলেও কেন অভিযোগ জানায়নি ওই কিশোরের পরিবার?

কয়েকদিন আগে এক নাবালককে ধর্ষণের দায়ে মুম্বইয়ের পকসো আদালত এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেয়। ২০১৫ সালে ৭ বছরের ওই নাবালককে ধর্ষণ করেছিল বছর তিরিশের ওই যুবক।